sunset

 

 

 

 

 

ঘরের বাইরে

পাহাড় তলে

চাঁদের আলোয়

রাতপাখির গান,

বাতাসের কথা,

মনের ভেতর

রাতজাগা বুনো

গোপন সুখ!

 

অচেনা ভোরের

পরে আসে

সোনালী সকাল,

ভালবাসা মানে

হৃদয়ের আগুন,

কথার শেষ,

বৃষ্টির শব্দে

দিগন্তের সীমায়

জীবন যাপন।

 

দেরী হয়ে

গেছে কিনা

বলতে মানা,

শেষ সীমানা

কোথায় কেমন

কেউ জানেনা,

বেড়ালের গলায়

ঘন্টা এখন

কেউ বাঁধেনা!

কি হবে

শেষ হলে

ছন্দের মিল,

মজার কথা!

 

ভাবি শুধু,

এই বিষণ্ন

সন্ধ্যেবেলায়, যখন

মেঘের রঙ

বদলায় শতবার,

ফেরাতে পারবে

কি সব

আগের মত

সয়ে নিয়ে?

 

 

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন