হটাৎ করে বাল্যবন্ধু পাইলটের সাথে দেখা হয়ে গেল, সিনেমা হলের পাশে ফুটপাতে
পাটি পেতে ফেরি করে রকমারি দ্রব্যাদি বিক্রি করছে।
তার পাটিতে ছড়িয়ে ছিটিয়ে শরৎ চন্দ্রের দেবদাস, বড় দিদি, অনুরাধা, নব-বিধান,
নিমাইয়ের মেমসাব, ডেল কার্নেগির দুশ্চিন্তামুক্ত নতুন জীবন,
নেতাজি সুভাষ বসু, নেড়ে মাথা মহাত্মা গান্ধী, বিপ্লবী চেগুয়েবার
নজরুল, রবীন্দ্রনাধ, স্বামী বিবেকানন্দের রঙ্গিন পোষ্টার,
সুন্দর বনের খাঁটি মধু, চোখে দেয়ার সুরমা, তালের টুপি, আতর।

শহরের এই দিকটায় দিনের কাজ শেষে ব্যাস্তমুখর সন্ধ্যায়
ফুটপাতের ঝাল মুড়ি, ডুব তেলে ভাজা গরম পিয়াজু, শিখ কাবাব
মাঘের কনকনে ঠান্ডায় বাড়তি মাত্রা পায়
আড্ডায শহরতলীর কত পেষার সব মানুষ কেউ বাদ নেই
ঔষুধ কোম্পনির রিপ্রেজেনটেটিভ, রাজনীতিবিদ নুতুন জয়েন করা ডাক্তার, কলেজের লেকচার মশাই
ভিড়ের মধ্যে থেকে পাইলট ঠিকই চিনে নেয় আমাকে, ‘আরে রন্জু তুই?’

আমি থতমত খেয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি ওর দিকে
সেই কালো বেটে পাইলট, কনুই পর্যন্ত গোটানো শার্ট, থুতনির দিকে কাটা দাগ
মাথা ভর্তি ঝাঁকড়া কোঁকড়ানো চুল
কত আগ্রহভরে জিজ্ঞাসা করে, আমাদের ফাস্ট বয় পিন্টু, হ্যাংলা পাতলা টুটুল
চৌধুরী বাড়ির পেট মোটা নরেশ, হাসিম স্যারের ছেলে বকুল
একে একে সবার কথা জানতে চেয়ে
সারাদিনের ফেরি করে বিক্রির ক্লান্তি ছাপিয়ে বলে ,
‘হ্যা রে ওরা সব ভালো আছেতো ?

আমরা অর্থাৎ সামনের বেঞ্চিতে বসা ছেলেরা কজনেই বা মনে রেখেছি এই পাইলটকে !
আমরা যাকে পাত্তাই দিতাম না, ব্যাচারা ময়লা দুর্গন্ধময় কাপড় পরে
লাষ্ট বেঞ্চিতে একা একা বসে বাহিরে জানালার দিকে তাকিয়ে থাকতো
গা থেকে উকুন বের করে কুটুস কুটুস করে মারতো
ক্লাসের কারো পেন্সিল, বই চুরি হলে, সহসাই পাইলটের ডাক পড়তো
‘প্রেজেন্ট ইনডিফিনেট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বা ই এস যুক্ত হয়’
এই মহান কথাটি মনে না থাকায় পন্ডিত স্যারের নির্মম বেতের আঘাতেও দাঁতে দাঁত চেপে থাকতো।
আমি বিস্ময়ে বললাম, ‘তুই আমাদের সবার কথা মনে রেখেছিস কি করে ?

‘তোরা যখন সুন্দর ঝকঝকে জামাকাপড় পরে স্যারের সামনে
গড় গড় করে পড়া বলতিস, কি যে ভীষণ ভালো লাগতো রে
বুঝিসতো, আমাদের অভাবের সংসারে লেগেই থাকতো যতসব অশান্তি
ক্লাসে যখন থাকতাম, চোখে তখন রাজ্যের ক্লান্তি
সারা রাত জেগে জেগে আমি, বাবা আর মা তামাকের পাতা দিয়ে বিড়ির মুঠি বানাতাম ,
আর ক্লাস শেষে বাবার সাথে এদোকানে ওদোকানে ঘুরে ঘুরে সেই বিড়ির বান্ডিল বিক্রি করতাম,
পড়ার সময়ই পেতাম না, লাস্ট বেঞ্চিতে বসে তোদের দিকে তাকিয়ে থাকতাম’
– ‘তো বিড়ি/সিগ্রেট বাদ দিয়ে ফেনসিডিল, গাঁজা অথবা ইয়াবা না বেঁচে
এসব হাবিজাবি বিক্রি করছিস যে ? এতে কতইবা পয়সা ?

-‘তুই যেগুলিকে হাবি জাবি বলছিস, এগুলি মোটেই সেরকম না
আমার বিক্রি করা প্রতিটি জিনিসের আলাদা মান আছে রে , তোরা এসবের কদর বুঝবিনা
মাষ্টার মশায়ের একেকটি বেতের আঘাতে আমি মনে মনে ঠিক করেছিলাম
আমি একদিন মানুষ হবো, সত্যিকারের মানুষ মানে দুটো পয়সা সৎ পথে থেকে করবো আয়
এই আমি, সারাদিন এসব বিক্রি করে যা পাই, মোটামুটি চলে যায় ।

যখন বাসায় ফিরি, মা আগ্রহভরে আমার আসার পথের দিকে তাকিয়ে থাকে
তোর ভাবি একেক দিন একেক পদের রান্না করে
কোনোদিন, গরম ভাতে কালিজিরা ভর্তা, কোনোদিন, টমেটো দিয়ে আলু ডিমের ঘাঁটি,
কোনো দিন পুঁইশাক দিয়ে রুই মাছের মাথা, অথবা কাঁচা আম আর ডাল দিয়ে রাধা ডালের বাটি
মা, আমি, বাচ্চা/কাচ্চা সবাই মিলে এসব খাবারই কত মজা করে চেটে পুটে খাই
তোরা ভদ্দর লোকেরা এসব সুখ বুঝবিনা ভাই
আমি পাইলটের উপচে পড়া সুখ দেখে হিংসায় জ্বলে পুড়ে যাই।

পন্ডিত সারের ইংরেজি, জহির স্যারের গণিত, বিজ্ঞান মুখস্ত করে
আমরা একেকজন যান্ত্রিক মানুষ হলাম, কেউ হলাম ডাক্তার, প্রকৌশুলি , এনজিও-র কর্মকর্তা
কেউ বা গভীর রাতের টিভিতে লাইভ টক শো’র তুখোড় বক্তা
অথবা কেউ বা বৈদেশিক প্রেমে উদ্বুদ্ধ হয়ে পারি জমালাম অচিন ভিন দেশে
এতো বিদ্যা, এতো অর্থ তবুও কি মানুষ হয়েছি সব শেষে ?
পাইলটের মতো করে পেয়েছি কি সুখ, বিয়ের পরে খেয়েছি কি এক নলা ভাত মায়ের পাশে বসে?

(–জাকারিয়া মুহাম্মদ ময়ীনউদ্দিন.
রেজিস্টার্ড সোস্যাল সার্ভিস ওয়ার্কার, টরেন্টো, কানাডা, জুলাই ৬,২০২০)

পূর্ববর্তী নিবন্ধEIGHT LIMERICKS
পরবর্তী নিবন্ধআমাদের বাংলাদেশি ছেলে মেয়েদের জন্য টুকিটাকি-পর্ব ৬
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন (জন্ম: ১৯৬৬ ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উন্নয়ন কর্মী হয়ে দেশীয় ও আন্তজার্তিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরী শুরু করেন এবং তখন থেকেই লেখালেখিতে মনোনিবেশ। তবে লেখালেখি শুরুটা ছিল সেই হাইস্কুল জীবনে পাড়ার বড় ভাইদের প্রকাশিত ম্যাগাজিন 'অবসর' নামক পত্রিকার মাধ্যমে। ২০০৩ সালে কানাডায় সপরিবারে স্থায়ী ভাবে বসবাস শুরু করে, আবারও পড়াশুনা, প্রথম Humber College থেকে সোশ্যাল সার্ভিস বিষয়ে দুই বছরের ডিপ্লোমা, পরে University of Guelph থেকে ফ্যামিলি & কমিউনিটি সোশ্যাল সার্ভিস বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে আবারও উন্নয়ন কর্মী হিসাবে রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসাবে ২০১০ সাল থেকে অদ্যাবধি টরেন্ট ভিত্তিক বিভিন্ন অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরীর করছেন । লেখকের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক গল্পপ্রবাসী ব্লগ, কানাডা ভিত্তিক একটি সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় এবং মাসমিডিয়াতে ব্যাপক সাড়া পাওয়ার পরে ঢাকায় ২০২৩ সালের একুশে বইমেলায় লেখকের তিনটি বই হোমলেস, সিঙ্গেল মাদার, জোসনা ম্যানশন উপন্যাস আকারে প্রকাশিত হয় । বর্তমানে হাউজ হাজব্যান্ড নামে লেখকের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক কে উপন্যাস হিসাবে ২০২৪ সালের ঢাকা একুশে বইমেলায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে । মুক্তিযুদ্ধ বিষয়ক লেখকের একটি জনপ্রিয় গল্প 'শেকড়' ২০২১ সালে বাংলাদেশের বুকল্যান্ড প্রকাশনা থেকে ৫০ লেখকের ভাবনা নিয়ে পঞ্চাশে বাংলাদেশ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। গল্প/উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ লেখা ছাড়াও খেলাধুলা নিয়েও লেখকের অনেক লেখা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন