চাইনি তুমি বেদনাময়ী হও,
কান্নার স্রোতে ধুয়ে নাও মুখ।
বিরহী পাহাড়ের ব্যথায়,
ব্যথিত হও অপ্রত্যাশিতা ।

চাইনি তোমার বিবর্ণ মুখে পড়ুক-
অগাণুতিক ফ্ল্যাশলাইট,
সতেজ ত্বকে লাগুক জীবনের দাহ দাগ,
তাই বার বার নিরাশ করেছি তোমায়।

বেদুঈন মুসাফির আমি ,
ভাঙনের কান্না থেকে-
হাঁটতে হাঁটতে ছুটে চলেছি ,
স্বপ্ন পোড়া দুঃখের গহ্বরে ,
যেখানে বৃষ্টির মতো রক্ত ঝড়ায় প্রেম।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন