নরওয়ে থেকে:-

বীর শহীদদের রক্তে ভেজা সিলেটের মাটি আমাদের শরীর জুড়ে,
ফুসফুস ভরে আছে সুরমা-কুশিয়ারার ভেজা ভেজা উদাসী হাওয়া।
উত্তর মেরুর দেশ নরওয়েতে বসেও আমরা বাংলাকে নিয়ে স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি সুশিক্ষিত মানুষ আর ঐশর্যে ভরা বঙ্গবন্ধুর সোঁনার বাংলার।
কত বৎসর যে পার হয়ে গেছে জীবন থেকে , তবুও 
ক্ষনে ক্ষনে হাতছানি দিয়ে ডাকে জোনাকজলা সন্ধ্যারা –
উঠানের কোণে তুলসীর গাছ , কলাপাতা শাড়ির লালপেড়ে আঁচল,
গুধুলীবেলায় ক্লান্ত হয়ে ঘরে ফেরা বাবার মুখখানি।
হাজার সহস্র মাইল দূরে থাকি
তবুও অনুভবে ধারণ করি বাংলার প্রতিটা লগ্নগুলোকে।

বাংলার ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্ব জুড়ে ,
বুকে শুধু একটাই আশা –
বেলাশেষে নীড়ে ফিরে যাওয়ার-
বুকের সবটুকু অনুভব দিয়ে বাংলাকে ভালোবাসার।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন