আবার আসবে কি সুর, হারানো সে তারে ছিন্ন ডালে সবুজে সবুজে,
ধূসর সে মলিন গাছে দোলেনা পাতা কতদিন; সমীরনে নিঠুর নিমন্ত্রনে,
ঝড়ে যায় যে বৃন্ত দল চরম দাহে, গোপন রোদনে দিনে রাতে অঞ্জলিতে,
চেয়ে আছি বন্ধ চোখেতে, আসবে কি তুমি বৃষ্টি হয়ে শীতল করে শেষে!
ঝড়ো ঝড়ো বাদল ধারায়, আসো নেমে হ্রদয় মাঝে সকল শূচি করে,
যেন আসে সুর যে ফিরে হারানো সেই ছেঁড়া তারে নব নব অনুরাগে,
মধুর সেই নিবিড় শব্দে, ঝঞ্জনি ঐ বৃষ্টি মাঝে যেন পাই তোমারে প্রেমে,
আবার আসুক প্রেমের সেই বিমল বাতাস সকল গৌরব অভিমান শেষে!
জাগুক আমার মনের তৃষা তোমার ধারায় প্রবল ঝর্নায় জীবন স্যন্দনে,
মৃদু মৃদু পরশ দিয়ে নিবিড় ঐ সুরের ধারায়, প্রেমের লহরী তুলে তুলে,
গানের ছন্দে তোমারই সুরে অসীম এক ইন্দ্রজালে, নব নব মনিহারে,
সেই মালাটিই বুনছি গানে; সুরের সকল ধারা ঢেলে বিন্দু বিন্দু স্রোতে,
জীবন আমার ধন্য কর, নিমন্ত্রনে পরবাসে তোমারই প্রেমের অমৃত পানে,
তৃষ্ণা আমার বেড়েই চলুক তোমারই ধারায় সোনালি ঐ সুরের ক্ষেতে!
সেই মেলাতে ভাসুক ভেলা, নিবিড় ঐ প্রেমগুনে; নীরব অশ্রুসুধাপানে,
যেন আসে হাওয়া তাতে গন্ধে পুষ্পে ভ্রোমরাতে, গোপন দোলায় দোলে,
সুরের এই গোপন ধারায় আসুক আগুন পরম স্পর্শে পবিত্র হোমেতে,
সকল আমার মনের কথা সুরে সুরে ঝড়ুক তবে সকল ঘাঁটে আবাহনে,
তুমিও এসো সেই বাদলে নিবিড় বরিষনে, আমার চোখের জলে!

-নীলিকা নীলাচল –

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন