ক’দিন ডান চোখের উপরের পাতা কাঁপে, এটা নাকি প্রাপ্তির অগ্রিম বার্তা।
আবার ক’দিন বাম চোখের উপরের পাতা কাঁপে, এটা নাকি ক্ষয়ের অগ্রিম বার্তা।
অগ্রীম, প্রাপ্তি আর ক্ষয় বার্তায় কাটাকাটি হয়ে, আমি বান্দা ঘরে বাইরে প্রজা ছিলাম, প্রজাই রয়ে গেলাম। 
তবে যাই বলুন,চোখ জোড়া একটা বিস্ময় বটে!!
চোখ,,,,
দেখে, হাসে, কাঁদে, মনের কথা বলে, ইশারা, ভালবাসা, অভিমান প্রকাশ করে।
মানুষের ভিড়ে মনের মানুষ খুঁজে নেয়।
আবার,,
অবাক, রাগ, ভ্রুকুটি আর তাচ্ছিল্য প্রকাশেও চোখের জুড়ি নেই।
” বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলো, সে কি আমারো পানে ভুলে পড়িবে না”
চোখ নিয়ে কবি, সাহিত্যিক, গীতিকার আর শব্দস্রষ্টাদের উৎসাহের বিরাম নেই।
তবে, নারীকুল তাদের কাছে চোখ বিষয়ক গবেষণায় একতরফা জায়গা পেয়েছে।
স্বীকার করতে বাঁধা নেই যে প্রকৃতি তাদের পক্ষে।
রমণী আঁখি, মহান স্রষ্টার রহস্যময় সৃষ্টির অন্যতম।
আপনার আমার দুটি চোখ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিচিত্র সব দর্শন অভিজ্ঞতা নিয়ে ধরণিতে বিচরণ করে। সেদিকে আজ যাবো না।
আজ শুধুই বলবো,,,,,
“চোখ যে মনের কথা বলে,
চোখে চোখ রাখা শুধু নয়।
চোখের সে ভাষা বুঝতে হলে,
মনের মতো মন থাকা চাই”।
——–
সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা,
ভাল থাকতে, ভাল রাখতে,,,,,

(ছবি:-সৌজন্যে You Tube)

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন