নীলক্ষেত মোড় হতে রোকেয়া হল, কতোটাইবা দূর-
আস্তে হাঁটো মেয়ে, আরও বেশি একটু সময় ধরে
তোমাকে দেখি, ধবধবে ফর্সা অমন পটল পটল পা ।
হোক একটু নাটকীয় বাচন, নৃত্যীয় চলন
হাইহিলে টকটক আওয়াজ তুলছো
ধীরে হাঁটো প্লিজ; এ আওয়াজ আরেকটু শুনি ।
তোমার পায়ের তোলা শব্দে মন্ত্রমুগ্ধ হই আরও ;
এ যেন আধুনিক প্রেমের শক্তিশালী উলুধ্বনি ।
কবি আমি, আরে আরে আমি তো আর একেবারে থামতে বলছি না !
আর পথের দূরত্বই বা কত, হ্যাঁ?
আরেকটু ধীরে হাঁটো ।
উহুঁ, এভাবে নয়, এরকম তাড়াহুড়ো হাঁটা
স্বাস্থ্যসম্মত নয়; একটু শিল্পিত হও,
তোমায় দেখি আরও বেশি সময় আর
দেখে দেখে লিখে ফেলি বাহবা পাওয়ার মতোন
ছিমছাম আবেগপূর্ণ প্রেমের আরও একটি কবিতা ।

১ মন্তব্য

  1. কবিতা টি খুব ভালো লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের গেটের সামনে হারুনের চায়ের দোকানের সামনে বসে যখন চা খেতাম রাস্তা দিয়ে হেটে যাওয়া তরুনীদের খট খট জুতার আওয়াজ শুনতাম। এ কবিতাটি সেসময়ের স্মতি আবার মনে করিয়ে দিল !!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন