নীলক্ষেত মোড় হতে রোকেয়া হল, কতোটাইবা দূর-
আস্তে হাঁটো মেয়ে, আরও বেশি একটু সময় ধরে
তোমাকে দেখি, ধবধবে ফর্সা অমন পটল পটল পা ।
হোক একটু নাটকীয় বাচন, নৃত্যীয় চলন
হাইহিলে টকটক আওয়াজ তুলছো
ধীরে হাঁটো প্লিজ; এ আওয়াজ আরেকটু শুনি ।
তোমার পায়ের তোলা শব্দে মন্ত্রমুগ্ধ হই আরও ;
এ যেন আধুনিক প্রেমের শক্তিশালী উলুধ্বনি ।
কবি আমি, আরে আরে আমি তো আর একেবারে থামতে বলছি না !
আর পথের দূরত্বই বা কত, হ্যাঁ?
আরেকটু ধীরে হাঁটো ।
উহুঁ, এভাবে নয়, এরকম তাড়াহুড়ো হাঁটা
স্বাস্থ্যসম্মত নয়; একটু শিল্পিত হও,
তোমায় দেখি আরও বেশি সময় আর
দেখে দেখে লিখে ফেলি বাহবা পাওয়ার মতোন
ছিমছাম আবেগপূর্ণ প্রেমের আরও একটি কবিতা ।
কবিতা টি খুব ভালো লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের গেটের সামনে হারুনের চায়ের দোকানের সামনে বসে যখন চা খেতাম রাস্তা দিয়ে হেটে যাওয়া তরুনীদের খট খট জুতার আওয়াজ শুনতাম। এ কবিতাটি সেসময়ের স্মতি আবার মনে করিয়ে দিল !!