কষ্ট গুলো বুকের মাঝে
জমাট বাঁধা কত
হয়নি বলা পাইনি সময়
কর্মে ছিলাম রত।

ছোট্ট আমার সোনার ছেলে
ছিল বাসায় একা
অপেক্ষাতে থাকতো সে যে
ধরে বারান্দাটা ।

অভিমানে চোখ দুটো তার
করতো যে ছলছল
বলতো না সে কিছু আমায়
মনের মেঘে জল ।

চাঁদের সাথে বলতো কথা
ভুলতো সে যে দুঃখ – ব্যথা।
খেলতো নিয়ে গাড়ী
থাকতো সে যে পথটি চেয়ে
পড়ত যে জল চোখটি বেয়ে
কখন ফিরবে মা তার বাড়ী?

বেলটি যখন পড়ত ডোরে
টানতো ওদের হাতটি ধরে
সইতো না আর তর!
ঝাঁপিয়ে পরে কোলের পরে
রাখবে মায়ের গলা ধরে
যেন জীবন ভর ।।

(ছবি:-সৌজন্যে Xanthitimes)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন