ফ্লোরিডা থেকে:-

কি চাও তুমি এই অবেলার এমন ধীরে
দৃষ্টি সরাও আর বিধনা আঁখির তীরে
আমার এখন ভাটির পারার নির্জনতা
তুমি গভীর দৃষ্টি দিয়ে কইছো কথা ?

ভালোবাসা? শব্দটা খুব চেনা চেনা
নিন্দুকে কয় কড়ি দিয়ে যায় তা কেনা
ভালোবাসতে পারি আমি? প্রশ্ন করে।
বুকে আজো একটা কিছু নড়ে চড়ে ।

সময় এখন পিছু হঠার হঠে যাবো
ভালোবাসার সবুজ বনের সজীবতা
বন্ধু তুমি অন্য কোথাও ছড়িয়ে দিও
অন্য বনে হয়ো নিবিড় বনলতা ।

ভালোবেসে দেউলিয়া মন সুদূর বনে
আচম্বিত হাসনাহেনার সুবাস যেন
কাহার স্মৃতি জাগছে গহীন উচাটনে
কোথায় সে আজ ? এই ফাগুনে নেই সে কেন?

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন