নরওয়ে থেকে:-

আমাকে একটা রোদলা বিকেল দিয়ো তুমি।
রক্ত শীতল করা কোনো রূপকথার গল্প নয় ,
বনুয়ার বিলের গল্প শুনাবো তোমায় !
গল্পটা কোনো উপন্যাসের গল্প নয় , গল্পটা ছোট্ট এই জীবনের।
যেখানে বনুয়ার বিল মিলেমিশে আছে নির্ভর -একাকার হয়ে।
কলমির জলে ভেজা নিরুপমা বনুয়ার বিল, বর্ষার জলভরা মাঠঘাট, দুষ্ট ছেলের দল,
কলাগাছের ভেলা গেন্ধা ফুল আর কাঠালিচাঁপার সুরভিতে ভরা আমাদের সেই কতোয়ালপুর গ্রাম,
তাহমিন, বাহার, বাবর, তাজুল , অনন্তদের সাথে কাটানো সেই কৈশোরের দিনগুলো,
সবই যেন মিশে আছে বনুয়ার জলে।
শুভ্র বলাকার ঝাঁক, ঝিঝিপোকাদের বিরামহীন চিৎকার, মুয়াজ্জিনের সুয়ারেলা কণ্ঠ,
সন্ধাবেলায় কানু চাচাদের বাড়ির উলুধ্বনি,
সবই ঘিরে আছে আমার কৈশোর আর বনুয়ার পাড় ঘিরে।
স্মৃতির ঘেরা অতীতের দিনগুলো, আমার সেই দুষ্ট ছেলের দল,
প্রিয়তমার প্রথম চিঠি আর হারিয়ে ফেলার কষ্টগুলো সবই যেন বেঁচে থাকে।
বেঁচে থাকে যেন কলমি লতা আর কাশফুলে ঘেরা মনোলোভা বনুয়ার বিল।
আমার কাঁধের উপর বাবার রাখা হাতের স্পর্শরাও যেন বেঁচে থাকে।
আমাকে একটা রোদলা বিকেল দিয়ো তুমি।
রূপকথার গল্প নয়, রূপবতী বনুয়ার বিলের গল্প শুনাবো তোমায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন