ফ্লোরিডা থেকে:-
অন্য ঘাটে জল পান করি
অন্য রোদে ওম দেয় গা
যা রে তুই যা
অলুক্ষণে কষ্ট দিসনা।
আমাদেরই মত পদ্ম পুকুর
আমাদের না
আমাদেরই মত ছোট ছোট গাঁ
আমাদের না।
বুক ভরা স্নেহ হেঁটে যায় মা
মুখ ভরা হাসি ধীর ধীর পা
আমাদেরই মায়ের মত
আমাদের না।
সংবত গুলো আসে যায়
থেমে থাকেনা
দূরে যাবি হতভাগা ? যা
কষ্ট দিসনা ।
কতদূর যাবি? কত ক্রোশ
শোধ হল জন্মের ঋণ?
অন্য মাঠে বুনো পাঠা
মনে হয় সোনার হরিণ।
জানুয়ারী ১,২০১৮
শাহাব আহমেদ