নরওয়ে থেকে:-

বেলাশেষে আমরা যদি নাও ফিরি,,
স্তব্ধ হয়ে যায় যদি হৃদয়ের স্পন্দনগুলো ,-
স্বপ্নচারী হয়ে বারে বারে ঘুরতে আসবো রূপসী বাংলায়।
মরীচিকার স্বপ্ন বুকে নিয়ে প্রবাসে থাকি,
দিন যায় রাত আসে,-
প্রত্যাশা আর ব্যর্থতায় লগ্নগুলো ক্ষয় হয় অযতনে,,
তবুও ফেলে আসা দেশ আর মা বাবার কথা ভুলতে পারিনা অনুক্ষণ।

আমরা পরবাসী,
মহাকালের ছোট্টো এক গন্ডিতে বাধা আছে আমাদের লগ্নগুলো।
ইচ্ছে করলেই যাওয়া যায়না প্রাণের বাংলায় বনুয়ার তীরে,,
মন চাইলেই পাওয়া হয়না মায়ের হাতের স্পর্শ, দেখা যায়না বাবার কবর,
সবকিছু কেমন জানি গুলমেলে,,
রোগ, সুখ, ব্যথা, বেদনার রঙিন ভুবনে বন্ধী জীবন,-
তবুও অনুভূতি আর ভালোবাসায় ভরা আছে আমাদের এ ছোট্ট হৃদয়।

ভালো থাকো প্রিয় স্বদেশ,
ভালো থেকো মা আমার,
ভালো থাকো মাতৃভূমি।

অকালের এই মহামারীতে বেঁচে যাই যদি,,
দেখা হবে আবার,, দেখা হবে লাল-সবুজের রূপসী বাংলায়। ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন