একটা ভোর, একটি উজ্জ্বল সূর্যের মৃত্যু, ফুল, পাখি আর
এক ফোঁটা তৃষ্ণাকে প্রার্থনায় রেখে
আমি পথ হাঁটা শুরু করলাম
একদিন…
এবং একদিন এভাবেই আমি
পথ হাঁটা শুরু করলাম…

দূরত্ব বেশী কিছু নয়
মেপে নেয়া যায় আঙুলের হিসেবেই
কিন্তু আমি হাঁটছি…
আমি হেঁটে যাচ্ছি জন্ম জন্মান্তর ধরে
আমার জন্মের সাথে ক্রমশঃ বেড়ে ওঠা যে বোধ বৃক্ষ
তার কান্ড, শাখা-প্রশাখা ধরে ধরে আমি হেঁটে যাচ্ছি
ফুল পাতার গহীনে তাদের শিরা-উপশিরা ধরে আমি চলছি
আমি হাঁটছি… আমি হাঁটছি জন্মাবধি…

সামনে পিছনে দোদুল্যমান আমি হাঁটতে থাকি
আমার ন্যাংটো শৈশব পেরিয়ে
আমি খুলে ফেলি আমার ভ্রুণের দুয়ার
আমার যাত্রা শুরু হয় আদিমতম মানব গুহার পথে…
উত্তপ্ত পৃথিবীর পথে পথে…
আমি হাঁটি আঁধার থৈ থৈ জলের হৃদয় ফুঁড়ে
আকাশের নীল ছুঁয়ে, চাঁদের গন্ধ গায়ে মেখে
সপ্তর্ষিদের অলিগলি খুঁজে খুঁজে আমি হাঁটছি…
আঙুলের হিসেবে মেপে নেয়া একটুখানি পথ
অন্ধ পথিক আমি পাড়ি দেই জন্ম জন্মান্তর ধরে…

অগুনতি মৃত্যু আর আর্তনাদকে বুকে নিয়ে অটল প্রকৃতির শান্ত দুয়ারে
আমি জমা রাখি আমার সব ক্রোধ, আমার উন্মত্ত ষড়রিপুর সব ক্লেদ
আর প্রতি যাত্রার বিরতিতে…
আমি নতজানু হই পৃথিবীর সব ভালোবাসার কাছে
নিশীথের বাতাসে ঘুরে বেড়ানো নিযুত-কোটি মূক আর্তনাদের কাছে
আমি রেখে যাই আমার সমর্পণ
ক্লান্তিহীন সঙ্গমে রত প্রকৃতির হৃৎপিণ্ডকে খুঁড়ে খুঁড়ে আমি হাঁটি
পাথরের বুক ফুঁড়ে স্ফুরিত সব ভ্রুণের কাছে মাথা নত করে
জীবনের জয়গান শুনতে শুনতে আমি চলি…

আঙুলের হিসেবে মেপে নেয়া একটুকরো পথ আমি পাড়ি দেই…
আমি হাঁটতে থাকি অনাদিকাল ধরে…

একটু একটু করে বৃক্ষের শাখা ছাড়িয়ে মেঘের সংগী হয় আমার বোধ
আর আমি হয়ে যেতে থাকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র
এই দেহের সীমানা ছেড়ে আমি প্রবেশ করি দেহের গভীরে
আলোকবর্ষ দূরত্বের বিস্তৃত প্রান্তরের এক মোহনায়
আমি হারিয়ে ফেলি আমার ছোট্ট পথ, আমার সত্তা
এক অচিন নগরীতে ক্রমশঃ অপসৃয় হয়ে যেতে থাকে আমার সকল অস্তিত্ব
আমি ডুবে যেতে থাকি অরূপ অন্ধকারে
আর…
অন্ধের ছড়ি হাতে আমি খুঁজতে থাকি আমার আরাধ্য ঠিকানা
আমি হতে চাই তার মুখোমুখি
যার কাছে আমার সব স্বীকারোক্তি, আমার মুক্তি, আমার বিলীনতা…

আমার আঙুলের মাপে পথ…
আমি হারিয়ে ফেলি
আমার অচিন ঠিকানার সন্ধানে
আমি পথ হাঁটি
জন্ম জন্মান্তর ধরে আমি পথ হাঁটি
অন্ধের ছড়ি হাতে…!!

_____ফরিদ… / এপ্রিল ৩০, ২০২০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন