কেউ অনুসরণ করে, অনুক্ষণ
পদক্ষেপের সাথে পদক্ষেপ মিলিয়ে ক্রমশঃ-
এগিয়ে আসে আরও কাছাকাছি
আমি তাকে দেখি না, অনুভবে পাই শুধু
তার নিঃশ্বাস আমাকে ছুঁয়ে যায়
কেউ, কেউ একজন!

সুখ-দুঃখের তালিম আমার নেওয়া হয়নি কোনোদিন
আসার মধ্যেই থাকে যাওয়ার অনিবার্যতা
একদিন যাকিছু সুখ হয়ে আসে তারাই তো আবার দুঃখের বড় রূপ নেয়
মহা পাপের মতো মহা দুঃখ!

আকাশ নীলের নিঃসঙ্গতায় ছেদ আনে কিছু টুকরো মেঘ
পড়ন্ত বিকেলের ছায়ায় স্মৃতিচারণে মগ্ন এক কাক
সবটাই এখনো ঊষর নয় মনোভূমির এ প্রচ্ছদ!

সে আমার আরও কাছাকাছি হয়
ভয় ছিলো একদিন, এখন আর নেই
মোটা জ্যাকেটের নিচে বাড়তে থাকে ঘাম
কোনো তাগিদ নেই খোলার
ডাস্টবিনে গুঁজে দেই স্বাদ-বিস্বাদহীন অর্ধেক কাপ কফি
বস্তুর গুনাগুন, সেও বুঝি এই মনেরই এক খেয়াল!

শুয়ে পড়তে চাই
এক মায়াফুল ঝুঁকে আসে মুখের উপর
ধূসর, তবু কী পরিস্কার!
শিরিশের ডাল ছেড়ে ঘুঘুর শান্ত সেই ডানায়-
অন্তরীক্ষে উড়ে যায় আমার শেষ প্রার্থনা
সে আর আমি এক হয়ে যাই!

পিছনে পড়ে থাকে কিছু কান্নার দাগ, ভালোবাসা, যাকে আমি বোঝাতে পারিনি কোনোদিন
আর—
মায়া, যে কোনো ভ্রম নয়
যাকে আমি রেখে গেলাম আমার একজীবনের সঞ্চয়!

#অমোঘ

('নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from 'Starless Night Sky')

_______© ফরিদ / মার্চ ২০, ২০২৪

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন