অনামিকা নও তুমি প্রেমের দেবী
আফ্রোদিতি বা ভেনাস
নও তুমি ক্লিওপেট্রা, হেলেন বা পদ্মাবতী
তোমার জন্য কেউ অন্তর যুদ্ধে মেতেছিল কিনা
আমার জানা নেই
কিন্তু দেবাশীষ যেত মন্দিরে
তোমার হাতে ছুঁয়ে দেয়া প্রাসাদের লোভে
সাদা গরদের লাল পাড়ে তুমি হয়ে উঠতে দেবী ভেনাস
স্নিগ্ধ সরল হাসিতে ঢাকা পড়ে যেত
মোনালিসার রহস্যময়ী হাসি
তোমার চুড়ির টুংটাং বোলে দোলা দিত
সেই তরুণের হৃদয় মন্দিরে
তোমার আয়তলোচনের গভীরতায় হারিয়ে যেতে যেতে
মন্দিরের কোনে বসে
দেবাশীষ আবিষ্কার করতো
তুমিময় পৃথিবী
সে ভেসে যেতো ভালবাসার প্লাবনে
তার ইচ্ছে হতো তোমাকেও ভাসাতে
যত্ন করে একটা ভালবাসার মন্দির গড়তে
যেই মন্দিরে সে একা থাকবে প্রসাদ প্রার্থী
দেবাশীষের ইচ্ছেগুলোর পূর্ণতা পায়নি
সমাজ সংসারের নির্মম বাস্তবতায়
সে তোমাকে বিদ্ধ করতে পারেনি প্রেমের বানে
তার হয়নি দেবী দর্শন কোন পূর্ণিমার রাতে
নৈবেদ্যের থালাও হয়নি গ্রহন কোন কৃষ্ণপক্ষে
দেবাশীষ যেন দেবদাসেরই নতুন সংস্করণ
সেখানে অনামিকা আর পার্বতী যেন
একই চক্রে আবর্তিত হয় ।।