পরবাসী ব্লগের শুরুর দিনগুলিতে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে ছিলেন। কেউবা লেখা দিয়ে আর কেউবা প্রচারণার মাধ্যমে। আমাদের সেই দিনগুলোতে যারা আমাদের সাথ দিয়েছিলেন তার মধ্যে একটি অত্যান্ত পরিচিত ও জনপ্রিয় নাম ডঃ সিনহা মনসুর। আমার সাথে কখনো সামনে সামনি দেখা হয়নি। ফেসবুকে আর টেলিফোন পরিচয় হয়েছিল হয়েছিল ডাঃ সিনহা আবুল মনসুরের সাথে। আমার ঢাকা কলেজের বড় ভাই শাহাব আহমেদের মাধ্যমে পরিচয়। সেই সময় পরবাসী ব্লগে অনেকগুলো লেখা দিয়েছেন। মাঝে মাঝে ফোন করেও ব্লগের খোঁজ খবর নিতেন। সব সময় উৎসাহ দিয়ে এসেছেন সামনে এগিয়ে যাবার জন্য।
ডাঃ সিনহা আবুল মনসুর একজন বিশিষ্ট সাহিত্যিক ও স্বনামধন্য চিকিৎসক। ডাঃ মনসুর গত ৫অক্টোবর থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের স্টোনি ব্রুক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। ৭ অক্টোবর সফল অশ্রপাচারের পর উনি আই.সি.ইউ তে আছেন।
পরবাসী ব্লগের সকল লেখক,পাঠক ও শুভাকাঙ্খীদের কাছে ওনার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।