মুসলিম ম্যারেজ সার্ভিসেস ইনক এর উদ্যোগে ৩০ সেপ্টেম্বর, শনিবার টরোন্টোর রেড হট তান্দুরী রেস্টুরেন্টে এক আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান জনাব জহুরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, রোটারিয়ান আফরোজা বেগম, নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বৃহত্তর টরন্টো তথা কানাডার মুসলিম সমাজে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তান এবং পিতামাতার মূল্যবোধ, মানসিকতার পার্থক্য, মেয়েদের অর্থনৈতিক ক্ষমতায়ন, উপযোগী নৈতিক শিক্ষা এবং সচেতনতার অভাব এবং এর সাথে এখানকার ছেলেমেয়েদের বিয়েতে অনীহা, বিবাহ বিচ্ছেদের যুগসূত্র তুলে ধরেন। সেই সাথে মুসলিম ম্যারেজ সার্ভিসেস ইনককে সামাজিক যোগাযোগ মাধ্যম, মসজিদের ইমাম, কমুনিটির নেতৃবৃন্দ এবং যুব সমাজের সাথে আরো বৃহত্তর পরিসরে এক সাথে কাজ করার তাগিদ দেয়া হয়. সবাই ঐক্যমত পোষণ করেন যে এই বিষয়ে একযোগে কাজ না করলে মুসলিম যুব সমাজে ভবিষ্যতে বিয়েতে অনীহা, বিয়ে ভেঙ্গে যাওয়া সামাজিক বিপর্যয়ে রূপ নিতে পারে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।