হ্যালিফ্যাক্স থেকে:-
গত কয়েকদিনের অনেক মৃত্যু র খবর মনকে খুব আছন্ন করে তুলেছিল ।গতকাল থেকে ফেসবুক এ লক্ষ্য করছি নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশের কৃতি সন্তান ক্যাপ্টেন পৃথুলা রশিদ ও সদ্য প্রয়াত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববরেণ্য পদার্থবিদ স্টিফেন হকিং কে নিয়ে অনেকেই চরমপন্থী ,বিরূপ ও অশোভন বক্তব্যের উল্লাসে মেতে আছেন ।এই অনভিপ্রেত ,কুৎসিত আনন্দের উৎস থেকে বিষয়টি সহজেই অনুমেয় হয় স্বাভাবিক মানবিক বোধশূন্যতার কত নিম্ন স্তরে আমরা এসে পৌঁছেছি ।
একবার কি সবাই ভেবেছেন ? মেধা বর্জিত শুন্যতা ,মানবিক বোধ শুন্যতার মিথ্যার ,বিভ্রান্তির ,অন্যায়ের সাথে আপোষের সংষ্কৃতি তে আমাদের আর কতটুকু তলিয়ে যেতে হবে ? শুধু খেয়ে পড়ে নিজের আখের গুছিয়ে ,গা বাঁচিয়ে চলা ,সচেতন বোধহীন বেঁচে থাকার নাম কি মানবিকতা ? নিজেকে লজ্জায় গুটিয়ে নিতে ইচ্ছে হয় ।পরম করুনাময় সবার মঙ্গল করবেন ।
এটা আসলে নতুন কিছু না, আগেও ছিল, যাস্ট শস্তা ইন্টারনেট এ্যাকসেস এসবকে সামনে তুলে আনছে, আর কিছু না। এটাই আবহমান বাংলাদেশ এর স্বাভাবিক চরিত্র।
I guarantee many of those senseless people’s sense would return if you gave them some cash! You will see they will hang the pictures of those who they are undermining now. Simply hypocrites ! Thanks for the post.
শুধু শিক্ষা মানুষের মধ্যে মূল্যবোধ বা ইতিবাচক জীবনবোধ তৈরী করতে পারে না. এটা নির্ভর করে একজন মানুষ কোন পরিবেশে এবং কোন শিক্ষা নিয়ে বেড়ে উঠে তার উপর. সংক্ষিপ্ত অথচ অর্থবহ লেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।