গত ১৭ ই অগাস্ট অনুষ্ঠিত হয় কানাডার নোভা স্কোশিয়ার প্রদেশের প্রভিন্সিয়াল বা প্রাদেশিক নির্বাচন ।নোভা স্কোশিয়ার এই সর্বমোট ৫৫ টি রাইডিং হতে অনুষ্ঠিত কানাডার প্রভিন্সিয়াল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিরোধী প্রগেসিভ কনসারভেটিভ বা পি সি পার্টি ।এই বারের নির্বাচনে কানাডার নোভা স্কশিয়ার ইতিহাসে প্রথম বারের মতো হ্যালিফ্যাক্সর নির্বাচনী এলাকা ‘আরমডেল রাইডিং’ হতে মোভা স্কোশিয়ার ইতিহাসে প্রথম মুসলিম প্রার্থী আলী ডুয়াল মেম্বারস অফ লেজিসলেটিভ এসেম্বলি বা এম এল এ হিসেবে নির্বাচিত হয়েছেন ।তিনি কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টি হতে কানাডার ‘হ্যালিফ্যাক্স আরমডেল’ রাইডিং বা নির্বাচন এলাকা হতে নির্বাচিত হয়েছেন।

আলী ডুয়ালে দীর্ঘ সময় হালিফ্যাক্সের কমিউনিটির বিভিন্ন সামাজিক ও তরুণদের উন্নয়নমূলক কর্মে , বাস্কেটবল খেলাধুলার বিকাশ , উম্মা মসজিদ সহ বিভিন্ন উন্নয়ন প্ৰকল্প , হ্যালিফ্যাক্স এর কানাডা গেম সেন্টার সহ মেরিটাইম মুসলিম একাডেমি  বোর্ড  এ  সম্পৃক্ত  থেকে  একাধারে  অভিবাসীদের  ও  বৃহত্তর জনকল্যাণার্থে নিরলস ভাবে দায়িত্ব সম্পাদন করে যাচ্ছেন ।কোবিড মহামারীর প্রারম্ভ হতেই দুস্থ অসহায় পরিবারের জন্য বিভিন্ন কমিউনিটি সামাজিক সংগঠন হতে প্রয়োজনীয় খাদ্য , সব্জী সংগ্রহ ও বিতরণ দায়িত্বে নিরলস ভাবে কাজ করেছেন ।আলী ইতোপূর্বে বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয় ভাবে নিয়োজিত ছিলেন , এছাড়া আলী একজন নিবেদিত প্রাণ অগ্নি নির্বাপক দমকল বাহিনীর কর্মী বা ফায়ার ফাইটার এবং ডাইভারসিটি ও কমিউনিটি লিয়াঁজো অফিসার হিসেবে ২০০৪ সাল হতে কানাডার হ্যালিফ্যাক্স ‘ফায়ার বিভাগে ‘ কর্মরত থেকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন ।

আলী ডুয়ালে ১৯৯১ সালে সোমালিযার সিভিল ওয়ারের নির্মমতার প্রেক্ষাপটে স্ব পরিবারে শরণার্থী আশ্রয়প্রার্থী বা রিফিউজি হিসেবে প্রাথমিক ভাবে কেনিয়া এবং পরবর্তীতে কানাডায় আসেন ।বর্তমানে স্ত্রী ও আট সন্তানের জনক আলী নোভা স্কোশিয়ার রাজধানী হ্যালিফ্যাক্স এ বসবাস করছেন ।তাঁর স্ত্রী নার্সিং সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মের সাথে সম্পৃক্ত আছেন ।সংসার জীবনে আলী একজন একনিষ্ঠ স্বামী ও কর্তব্যপরায়ণ দায়িত্বশীল পিতা । একজন শরণার্থী হিসেবে আলী ও তাঁর পরিবারের কানাডার কঠোর জীবন সংগ্রামে একই সাথে কমিউনিটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ফায়ার বিভাগে একনিষ্ঠ অবদানের জন্য কানাডার মানবাধিকার মিউসিয়াম অব হিউমান রাঘটস তার জীবন কর্ম বিষয়ক বিস্তারিত বিবরণ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সংযুক্ত করেছে ।

ব্যাক্তিগত ভাবে পারিবারিকভাবে আলীর সাথে আমাদের পরিচয় দীর্ঘ সময়ের । আমি ও আমার জীবনসঙ্গী মোহাম্মদ এহসান আলীর নির্বাচনী প্রচারণায় বিভিন্ন নির্দেশনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকার সুবাদে এই সৎ অমায়িক ব্যাক্তিতত্বের সাথে আমার আলাপচারিতার ও তাঁর কানাডার রাজনৈতিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ অবগত হবার সুযোগ ঘটে ।

নির্বাচনে বিজয়ের পর আলী সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগী বন্ধু ও পরিবারের সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানান ।কানাডার নোভা স্কো শিয়া সহ কানাডার উন্নয়নে অভিবাসী বা ইমিগ্র্যান্ট জনগণের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে জনগণের ও কমিউনিটির সাধারণ মানুষ , কানাডার কিশোর যুব উন্নয়নে সহ অভিবাসী দের সার্বিক কল্যানের নিরিখে একজন প্রকৃত নেতার আদর্শ ধারণ করে একযোগে কাজ করে যাবার প্রতিশ্রুতি দান করেন ।

কানাডার নোভা স্কোশিয়ার এবারের এই প্রাদেশিক নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আফ্রিকান নোভা স্কোশিয়ান নির্বাচিত হয়েছেন যা কানাডার মেইনস্ট্রিম বা মূল ধারার রাজনীতির প্রতিনিধিত্বের অঙ্গনে ডাইভার্সিটি ও পরিবর্তনেরঅনেকটা সফল ইঙ্গিত বহন করে। ।

ফারজানা নাজ শম্পা
হ্যালিফ্যাক্স , নোভা স্কোশিয়া কানাডা
[email protected]
[email protected]

পূর্ববর্তী নিবন্ধজীবনের সংগ্রাম-পর্ব ৭
পরবর্তী নিবন্ধসংযোগ-পর্ব ২
ফারজানা নাজ শম্পা
কানাডার বৃটিশ কলোম্বিয়ায় স্বপরিবারে বসবাসরত ফারজানা নাজ শম্পা একজন লেখক , সংবাদ প্রতিনিধি ও অনুবাদক l নব্বই এর দশক হতে লেখালিখির সাথে সম্পৃক্ত ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ও নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় নোরাড ফেলোশীপ নিয়ে 'জেন্ডার উন্নয়ন ‘বিষয়ে এম ফিল সমাপ্ত করেন ।কর্মসূত্রে তিনি বাংলাদেশের 'দি ডেইলি ইনডিপেন্ডেন্ট ' এ সাংবাদিক ও ফিচার লেখক হিসেবে ও পরবর্তী তে নেদারল্যান্ডসের একটি গবেষনা প্রতিষ্ঠানের সহায়তা পুস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের " উইমেন ও জেন্ডার স্টাডিজ" বিভাগের একটি প্রজেক্ট অফিসিয়ালের দায়িত্বে কিছুদিন কর্মরত ছিলেন l যুগান্তর , কানাডার জনপ্রিয় পরবাসী ব্লগ , ঢাকা প্রকাশ , ভারতের র কয়েকটি অনলাইন পত্রিকায় নিয়মিত ভাবে তার লেখা প্রকাশিত হচ্ছে । ফারজানা টরেন্টোর কানাডিয়ান বাংলাদেশি নিউজ সি বি এন ২৪ এর সাথে একজন উপদেষ্টা সংবাদ প্রতিনিধি ও নিয়মিত লেখক হিসেবে সংযুক্ত আছেন । ফারজানা বর্তমানে উত্তর আমেরিকা প্রথম আলোর কানাডার আটলান্টিক সংবাদ প্রতিনিধি হিসেবে সম্পৃক্ত আছেন l তিনি সাংবাদিকতার পাশাপাশি কানাডার সাহিত্যের সাথে বাংলা সাহিত্য ও সংষ্কৃতির মেলবন্ধন স্থাপন করে দুটি দেশের লেখক ও পাঠক সমাজে ভাষাগত পরিচয় ও সাংষ্কৃতিক ভাব বিনিময়ের সুদৃঢ় ভিত্তি স্থাপনের প্রত্যয় নিয়ে তিনি বর্তমানে কানাডার মূল ধারার কয়েকজন লেখকদের বিশেষ সম্মতিক্রমে তাঁদের সাহিত্য কর্ম অনুবাদের প্রয়াস নিয়েছেন l সম্প্রতি কানাডার জনপ্রিয় কথা সাহিত্যিক ব্রুস মাযারের নির্বাচিত কবিতার সমন্বয়ে বাংলা দেশের আরো প্রকাশনী হতে তার প্রথম ভাবানুবাদ গ্রন্থ প্রকাশ পেয়েছে ,যা ২০২২ সালের অমর একুশের বই মেলায় যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে l কানাডার সাহিত্য ইতিহাসের পাশাপাশি তিনি বাংলাদশের মহান মুক্তিযুদ্ধ ,যুদ্ধশিশু ও মহিয়সী বীরাঙ্গনা নারীর জীবন, আত্মত্যাগ ইত্যাদি বিষয়ে তাঁর লেখা ও গবেষণার ক্ষেত্রকে বিস্তৃত করেছেন l তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়টি , একটি বই এর নুতন সংস্করণ জার্মানির একটি প্রকাশনা হতে প্রাকাশিত হয়েছে l

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন