আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সকল ১৯৫২ এর ভাষা সৈনিক এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিশেষত আমি গর্বিত আমি একজন ৫২ এর ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কনিষ্ঠ কন্যা । সকলের উদ্দেশ্যে শ্রদ্ধার্থে এই সামান্য এক টুকরো লেখা 🙏
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ..
,, নিকোটিনের কত ধোঁয়া উধাও হয়ে যায় জবানবন্দির শিকলে, বহুবছর আগে কারা জেনো ফালতু করে টেপরেকর্ড এ কিছু বক্তব্য তুলে নিয়ে গিয়েছিলো ।
জলন্ত উনুনে অব্যক্ত কিছু ভাষার ছটফটানি ছিলো । আজ কিছু নাই নিঃস্ব শূন্যে ভরা দিঘি বটের পাশে বাউন্ডলে বাচাল স্বভাবে হয়ত গলার নলি কেটে নিলো ,
তবু কিছু থেকে যায়, থেকে যাবে তোমার উত্তরসূরীর সারি ;
খুনের পর খুন আর স্থীর নজরে জোড়া চোখের স্লোগান । ভাষা দিলে তোমরা আর প্রতিক্ষনে কত অবমাননা হয় রোজ অলিগলির মাথায় , রুদ্ধ করা শ্বাস থাকে ম্যানহোলে বন্দী ।
আজ মিথ্যা সত্য আর সত্য মিথ্যার জয়গানের বেসুরো হারমনি । কাব্য গেঁথে দিয়ে গেলে যা রক্ষা হলো বা হলোনা অপব্যবহৃত হয় মেশিনগান , রক্ত বমি রূপে লেখা হয় গোটা গোটা অক্ষরে ভাষা ।
চলে গেছো বলে রাখেনা মনে আবার রেখে দেয় হয়ত গোপনে । দিন শেষে ঠাঁয় দাঁড়িয়ে দেখি তোমার জন্ম আর মৃত্যুর ভাষা স্বাধীনের কারারুদ্ধ জেলখানা
দেখি, দেখছি বছরের পর বছর ধরে দেখছি ;
কেমন করে ফুল মোড়ানো আর্তনাদের ক্ষণ ,
তিনটা স্তম্ভ আর কিছু শুঁকানো রঙ্গনের ফাঁকা
উঠোন ,,
~ আব্বা , ৫২ এর ৭০ বছর ____
,, রাব্বির হাম-হুমা কামা রব্বাইয়ানী ছাগিরা ,,
হে আমার প্রতিপালক ! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন ,, 😪
~ ✍️ তাসনিমাতাহমিনাসাঈদুর ❤️
খুলনা, বাংলাদেশ 🇧🇩