যাদের কানাডিয়ান কাজের অভিজ্ঞতা নেই অথচ এই ফিল্ড এ কাজ করতে চান কিন্তু অভিজ্ঞতা অর্জনের কোনো সুযোগ পাস্ছেন না তারা নিম্নলিখিত তথ্যগুলি পড়ুন এবং নিম্নের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন, তাদের লোক দরকার। নিচের লেখাটি BIES এর গোলাম মোস্তফা ভাইয়ের। বিভিন্ন group home, nursing home বা এই জাতীয় জায়গাতে কাজের সুযোগ পাবেন। এটি আপনার কাংখিত প্রফেশন নাও হতে পারে কিন্তু এই অভিজ্ঞতা কিসছুটা হলেও আপনাকে আপনার রেসুমিতে রিলেটেড কানাডিয়ান কাজের অভিজ্ঞতা হিসাবে কাজে লাগাতে সাহায্য করবে। আমি অনেক ইন্ডিয়ানকে জানি যারা এই অভিজ্ঞতা দিয়ে শুরু করে এখন খুব ভালো কাজ করছেন।
আবার অনেক আছেন তারা FT ই করছেন। যাদের এই সেক্টরে কাজ করার ইসছা কিন্তু ইন্টারভিউ কল বা কাজ পেতে স্ট্রাগগলে হস্ছে তাদের জন্য এটা ভালো সুযোগ। আপনি পিজা ডেলিভারি, ফেক্টরি , রিটেইল , রেস্টুরেন্ট , সিকিউরিটি ইত্যাদি কোনোটাকে রিলাটেড কাজ হিসাবে দেখাতে পারবেন না। তাছাড়া আপনার goal যদি ঠিক থাকে তাহলে সেই goal-এ পৌঁছাতে আপনি তো শুধু মাত্র একটি মাত্র রাস্তা বেবহার করবেন না, প্রয়জনে de -tour করবেন।
অন্তত আপনি BIES এর সঙ্গে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানুন তারপর সিদ্ধান্ত নিন।

” ট‌রো‌ন্টো‌তে বসবাসরত ব্য‌ক্তিগন যারা Support Worker OR Personal Support Worker হি‌সে‌বে কাজ কর‌তে চান তারা Bengali Information and Employment Services(BIES) এর সা‌থে যোগা‌যোগ কর‌তে পা‌রেন। ক‌য়েকটা প্রাই‌ভেট এ‌জে‌ন্সির সা‌থে আমা‌দের পার্টনার‌শিপ হ‌য়ে‌ছে যা‌দেরকে আমরা Candidate রেফার কর‌ছি।
‌যোগ্যতা:
‌সোসাল সাইন্স, social work, nursing, সো‌সিওল‌জি, Psychology, health science or related field এ ডি‌গ্রি অথবা ডি‌প্লোমা থাক‌লে ভাল।
অথবা সোসাল সা‌র্ভিস সেক্ট‌রে experience সম্পন্ন।
First-aid and CPR and CPI trained অথবা ট্রেই‌নিং সম্পন্ন কর‌তে ইচ্ছুক।
মান‌সিক প্র‌তিব‌ন্ধি, অ‌টি‌ষ্টিক শিশু ও সি‌নিয়র‌দের সা‌থে করার আগ্রহ থাক‌তে হ‌বে।
আগ্রহীগন বিস্তা‌রিত জান‌তে ফোন করুন।
416-873-3997
অথবা email করুন: [email protected]

Golam Mostafa

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন