প্যারিস থেকে:-

প্রবাসে প্রতি মাসে ২/৪ টি সংঘঠনের জন্ম হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। শুধুই লোক দেখানো এইসব সংঘঠন অবৈধ বাংলাদেশী লোকের বৈধভাবে ফ্রান্সে থাকার জন্যে ফ্রান্স সরকারের কাছে কোন দাবী জানাতে পারেন না। তার কারন স্থানীয় ম্যারীতে খোজ নিয়ে জানতে পারলাম এইসব সংঘঠনের ৯০% সংঘঠনের নিবন্ধন নেই। নিয়ম অনুযায়ী সংঘঠন প্রতি মাসের হিসাব স্থানীয় ম্যারীতে জমা দিতে হয় কিন্তু তাহারা তা কখনও নিয়ম পালন করেন না। সংঘঠন যদি বাংলাদেশীদের কোনও কাজে না লাগে তাহলে এইসব তথাকথিত সংঘঠন দিয়ে কি হবে আমাদের???? ফেসবুকে লাইভে এসে মানুষদেরকে দেখানো ও অনুষ্ঠানের ছবি পোস্ট করে মানুষের হৃদয় জয় করা যায় না। মানুষের হৃদয় জয় করতে হলে মানুষের জন্যে মন থেকে কাজ করতে হয়। প্রবাসের সংঘঠন গুলো কবে থেকে সত্যিকারের সংঘঠন হবে। মানুষের জন্যে তাহারা মন থেকে ভালো কাজ করবেন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন