ফ্লোরিডা থেকে:-

তোমাকে দেখে বুকটা কেঁপে উঠলো, কাঁপুনীটা তারপর সংক্রামিত হল সারা দেহে। ভয় নয় , আচম্বিত এক বিভ্রান্তির বিদ্যুৎ বিলয় স্পন্দন।
তোমার লাল শাড়ী, ঠোঁটের মেরুন , রজনী গন্ধার মালা আর কালো কাজল চোখের বিচ্ছেদকারী সুতীগ্ম দৃষ্টি আমাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল গন গনে এক উনুনের সামনে। লক্ষ যোজন দূরত্ব যার সে আমার সামনে দাঁড়াতে পারেনা এমন অতর্কিত। আমিও তার সামনে দাঁড়াতে পারিনা অক্ষত, অনড় , অচন্চল।
না , এ শুধু মনের ভুল, এ শুধু তুমিই সুন্দর ! এ নয় সে । লক্ষ যোজন দূরত্ব যার সে দূরত্ব তার অতিক্রম করার নয়।
আমার বিহ্বলতার ব্যপ্তিতে তুমি অপ্রতিভ হয়েছিলে হয়তো, আমার উপেক্ষার সংশয় তোমাকে হয়তো করেছিল বিচলিত । কিন্তু বিশ্বেস করো আমি উপস্থিত থেকেও ছিলাম অনুপস্থিত , তোমাকে শুনেও শুনি নাই কিছু , তোমার দিকে জ্বল জ্বল করে তাকিয়ে থেকেও দেখি নাই তোমার অন্তর্মাধুর্য, দেখেছি আমার যৌবনের এক জ্বলন্ত সূর্য , এক exit বিহীন ঘুট ঘুটে মহারন্য,আর এক সমুদ্র অশ্রু, কূলহীন, কিনারহীন , তলহীন , যা মহাকালের মতই অনন্ত বিস্তৃত ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন