মানুষঃ হে বিধাতা, কেন আপনি এই পৃথিবীকে এতো দুর্দশার মাঝে ফেলেছেন?

বিধাতাঃ আমি তো কেবল পৃথিবী বানিয়েছি। বানিয়ে তোমাদের কাছে সঁপে দিয়েছি। এখন তোমরা এই পৃথিবীকে নিয়ে কি করবে, কি না করবে, এটা তোমাদের ব্যাপার। এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এই দুর্দশা তো তোমাদের তৈরি।

মানুষঃ আমাদের তৈরি?

বিধাতাঃ এই দুর্দশার সৃষ্টি তোমাদের লোভ, অহংকার, হিংসা আর প্রতিহিংসা থেকে। অথচ তোমরা এটাও জানো যে, আমি যে কোন মূহুর্তে তোমাদেরকে বিয়োজন করতে পারি এবং করছিও।

মানুষঃ হে বিধাতা, মুক্তির উপায় কি?

বিধাতাঃ এটা আমার জানার বিষয় নয়, পৃথিবীর সাথে আমার কোন লেনদেন নেই।

মানুষঃ হে বিধাতা, যদি আপনার সাথে পৃথিবীর লেনাদেনা না থাকে, তবে আপনি কেন এই পৃথিবী তৈরি করলেন?

বিধাতাঃ হে মানুষ, আমি তো একজন শিল্পী মাত্র। সৃষ্টিতেই আমার আনন্দ। আমি তো শুধু আমাকে জাহির করেছি শিল্পী হিসেবে, প্রেম এবং ভালবাসার প্রতীক হিসাবে। বলোতো, তোমাদেরকে আমি কি দেইনি? যা তোমাদের প্রয়োজন।

মানুষঃ সেই প্রেম ভালবাসা আমাদের মাঝে জাগ্রত করে দিন বিধাতা।

বিধাতাঃ জাগ্রত করা আমার কাজ নয়, তোমরা দৃষ্টি বদলে ফেলো, তাহলেই সৃষ্টি বদলে যাবে। এখানে আমার করার কিছু নেই। তোমাদের ইচ্ছেটাই যথেষ্ট।
… আপন দর্পণে আপনাকে দেখো।
… ফয়সালা তোমাদের হাতে।
**********************
ঘরের মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।
ধন্য ধন্য বলি তারে।।
—সাঁইজি।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন