আমি প্রতি বছরই দেশে চলে যাই ,মায়ের টানে, দেশের টানে, অথচ আমি ইচ্ছে করলে যে কোন দেশে গিয়ে কাটিয়ে আসতে পারি আমার ১ মাসের ছুটি। আমার মত অনেকেই এই মা এবং দেশের টানে ছুটে যাই নির্মল , নির্যাস আর সবুজ সমারোহের মাঝে নিজেকে ,নিজের সন্তানদের কে উম্মুক্ত করে দিতে।পরিচয় করে দিতে আমার ইতিহাস আর ঐতিহ্যেকে, পরিচয় করে দিতে আমার আত্মার আত্মীয়দের কে, যাদের কারণে আমি আজ এক প্রতিষ্ঠিত মানুষ্ হতে পেরেছি।হতে পেরেছি সত্য, ন্যায়ের একনিষ্ঠ সেবক হয়ে কাজ করার। আর অন্যায়ের কাছে মাথা নত না করার দীপ্ত প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি।হতে পেরেছি যে কোন দুর্যোগে , দুর্ভোগে মানুষের পাশে মানবিকতার মানসিকতা নিয়ে দাঁড়াতে,এই জন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি।