আজ বিশ্ব বাবা দিবস,
একটি সংসারে বাবার অবস্থান কোথায় ?
স্ত্রীর কাছে – সংসারের সব চাইতে অকর্মন্য, অপদার্থ, নির্বোধ বাক্তি
ছেলের কাছে:-
শিশুকালে – হাত ধরে হাটতে শেখা
কৈশরে – খেলার সাথী
যৌবনে – “পুরনো দিনের” চিন্তার মানুষ
কর্ম জীবনে – বৃদ্ধাশ্রমের বাড়তি খরছ
মেয়ের কাছে – তার সমস্ত পৃথিবী
আর নিজের কাছে- ভিক্টর হুগোর “লা মিজারেবল”
হাফিজ ভাই, এক কথায় অসাধারণ অভিবেক্তি.
হাসান ভাই, মতামতের জন্য ধন্যবাদ।
হাঁ , বাবাদের কে নিয়ে কমন এটা একটা অভিবাক্তি। তবে কারো কারো মতে বাবা হলো একটি প্রতিষ্ঠান। বাবার কাছে সব সমস্যার সমাধান। so ,baba is great !!