প্যারিস থেকে:-

সবার ভাবনা চিন্তা এক নয় তা আমরা সবাই জানি, তেমনি আবার সবার দুঃখ কষ্টও ভিন্ন ভিন্ন ধরনের কারও মনের খোজ নেওয়া যায় না। কিন্তু কেউ কেউ তাদের দুঃখ কষ্টের কথাটা সহজেই বলতে পারেন কেউ পারেন না। বিচিত্র জগৎ বিচিত্র মানুষের মন এই সমাজ সংসারে হাজারো মানুষ কষ্টকরে তাহার পরিবার ও প্রিয়জনের জন্যে হাসি মুখেই! কিন্তু অনেক মানুষের নিজের জীবনের অনেক অপুর্ণতা থেকে যায় যাহা কখনও পুর্ণতা পায় না। আসলে চাওয়া পাওয়ার অপুর্ণতা থাকলে জীবনে সুখী হওয়া যায় না। আমাদের দেশের পারিবারিক ও সামাজিক নিয়ম রক্ষা করতে যেয়ে এই প্রবাসে হাজারো হাজারো মানুষ তাহাদের জীবনের সুর্বণ সময় নষ্ট করছেন প্রবাসে। বাংলাদেশের প্রতিটি পরিবারের উচিত একজনের উপরে চাপ সৃষ্টি না করে পরিবারের অন্যান্য সদস্যদের এগিয়ে এসে প্রবাসীদের সাহায্য করা। এই মন আমাদের পাথরতো নয় সব ব্যথা সয়ে যাবে নিরবে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন