হ্যালিফ্যাক্স থেকে:-
আমরা একজন মানুষের চরিত্র হনন করার চেষ্টা করি একটি বিশেষ বা খুব সংকীর্ণ অর্থে তাই না ? অর্থাৎ তিনি যখন কোন অবৈধ বা সমাজ নির্ধারিত রীতির বাইরের কোন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু মুদ্রার অপর পিঠে একটি দল নিয়মিত অনাচার করছেন আর নির্বোধ , মিথ্যাবাদী , নির্যাতনকারী আপোষকারী এই সকল আভিধানিক শব্দের আশ্রয়ে তুলনামূলক ভাবে তথাকথিত আরামদায়ক ও শান্তিপূর্ণ অবস্থানে আছেন । জেগে ঘুমানোর এই নির্বোধ চক্রে আমরা আর কতটুকু তলিয়ে যাবো ?
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমার কয়েকটি অতি সাধারণ প্রশ্ন হলো এরকম ;
-যিনি ঘুষ খান তিনি কি চরিত্রহীন নন?
-যিনি মিথ্যাচার করেন তিনি কি চরিত্রহীন নন ?
-যিনি নিয়মিত নারী ও শিশুদের প্রতি নানা মাত্রার বিদ্বেষ বাণী ছড়িয়ে অপমান করছেন তিনি কি চরিত্রহীন নন ?
-যিনি প্রতি মুহূর্তে গোঁড়ামী /ভণ্ডামির ,অপব্যাখ্যার সাথে আপোষ করছেন তিনি কি চরিত্র হীন নন ?
-যিনি বন্ধুর বা কাছের মানুষের গোপনীয়তা,বিশ্বাসের অমর্যাদা করছেন হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তিনি কি চরিত্রহীন নন ?
-যিনি ভালো মানুষের মুখোশ পরে খুব মহান বাণী দিচ্ছেন তবে অন্তরালের সবচাইতে কাছের মানুষটিকে ক্ষতি করার ঘৃণ্য দুরভিসন্ধিতে রত তিনি কি চরিত্রহীন নন ?
-যিনি অপরাধী জেনেও অন্যের অন্যায় প্রয়াসে বাহবা দিচ্ছেন অথবা নিজেই সংযুক্ত হচ্ছেন তিনি কি চরিত্রহীন নন ?
পারবাসীতে আপনার আগমন শুভ হোক।
আপনার প্রথম লেখার জন্য ধন্যবাদ। আশা করি ব্লগে নিয়ামত লিখে যাবেন।
ভালো থাকুন ….