পয়েন্ট পীলি ন্যাশনাল পার্ক অন্টারিওর দক্ষিন-পশ্চিমে কানাডার এসেক্স কাউন্টিতে অবস্থিত। এর মূল-ভূখন্ড কানাডার দক্ষিনতম বিন্দু। এট মূলতঃ মার্শ, বনভূমি আর আবাসযোগ্য জমির ওপর ব-দ্বীপ নিয়ে গঠিত। এটি লেক ইরির মধ্যে প্রসারিত। ১৫ বর্গ কিলোমিটার জমির ওপর ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয় এই ন্যাশনাল পার্কটি।

এই পার্কটির মূল আকর্ষনগুলির মধ্যে আছে Marsh Broadwalk, Woodland Nature Trail, Centennial. Bike & Hike Trail, Winter parking সহ অনেক কিছু । আরো আছে দুইটি সুন্দর বিচ, একটি ওয়েস্ট বিচ আরেকটি ব্লাক উইলো বিচ।

গত ৮ই অগাষ্ট ২০১৫ ঘুরে এলাম পয়েন্ট পীলি থেকে। আমাদের দলে ছিলো ৩১ জন লোক। সবাই আমরা মন খুলে আনন্দ করলাম আর ঘুরলাম।

 

DSC02080 DSC02089 DSC02095  TIPpark_maP

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন