নরওয়ে থেকে:-

সে আকাশটা জুড়ে আছে শত ভাবনা, স্বপ্ন আর বেদনার ছড়াছড়ি।
অন্ধকার নিকষ কালো রাতে বারান্দায় যখন একা বসে থাকি ,,
মান্ডালের আকাশ জুড়ে লাল নীল সবুজ কত শত নক্ষত্র খেলা করতে দেখি —
আমি শুধু চেয়ে থাকি আর মৃধু মৃধু হাসি। 
সোফায় হেলান দিয়ে চুখবুজে যখন অতীতে ডুব দেই,
হাই ডেফিনেশন সিনেমার দৃশ্যের মতো চুখের সামনে ভেসে উঠে বাপ্ চাচাদের মুখ।
এখনো শুনতে পাই, নজরু চাচার মুখে স্বাধীনতা যুদ্বের গল্প।
সময়ের স্রোতে সব ভেসে গেছে,, প্রিয়জনেরা গেছে, পেশীবহুল শরীর ভেঙে গেছে , সংসার গেছে , আরও কত কিছু যে যাবে!!
তবে আমি কাঁদিনা আর। আমার জীবন জুড়ে কান্নার কোনো স্থান নাই।
আটলান্টিকের পারে থাকি তাই সমুদ্রের নোনা জলে সব কষ্ট গুলোকে চিরতরে ভাসিয়ে দিয়েছি।
কষ্টরা আমাকে আর কষ্ট দিতে পারেনা !!
আমি স্বপ্নের ফেরিওয়ালা ,,
জীবনটাকে ভালোবেসে আমি শুন্যের মাঝে স্বপ্ন বাঁধি,,
শত দুঃখকে পেছনে ফেলে বেঁচে থাকার স্বপ্ন দেখি,, দেখি জীবনে সফল হবার স্বপ্ন, দেখি কোনো বনলতাকে ভালোবেসে জীবনটা কাটিয়ে দেবার স্বপ্ন !
শীতের নিকষ কালো রাত্রিরা অনেক লম্বা হয় জানি।
তার পরও অপেক্কায় থাকি আলোকিত কোনো এক ভোরের।
জানি একদিন সব হবে , আমিই শুধু হারিয়ে যাবো সময়ের স্রোতে।

১ মন্তব্য

  1. শরীফ ভাই, কবিতা নিয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন কাজ, তবে এটুকু বুঝি যে আপনার কবিতায় অদ্ভুত, অজানা এক আকুতি ফুটে উঠে, নাড়া দিয়ে যায় মনকে. ভালো থাকুন.

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন