আগামী ১৭ই ডিসেম্বর ২০১৮ থেকে টরন্টোতে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ কনস্যুলেট। শুরুতে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র, ভিসা, নো-ভিসা, সত্যায়িতকরণ, পাওয়ার অব অ্যাটর্নি, এনডোর্সমেন্ট এবং অভিবাসন সংক্রান্ত পরামর্শ সবা পাওয়া যাবে। তবে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের সুবিধা আপাততঃ পাওয়া যাবে না। ঢাকাস্থ পাসপোর্ট অধিদপ্তর এই সুবিধা প্রদানের জন্য সহযোগিতা করে যাচ্ছেন।
বাংলাদেশ কনসুলেটের ঠিকানা:-
১৫০৫-২২৩৫ শেফার্ড এভিনিউ ইস্ট, এট্রিয়া ২, টরন্টো, অন্টারিও M2J 5B5 কানাডা।
ফোনে:- ৬৪৭-৮১২-২৭৯১/২
সপ্তাহের সোম থেকে শুক্রবার সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই কার্যালয়। তবে সেবা দেওয়া হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা।