আমরা বাঙালিরা সব সময় আড্ডাবাজ। পৃথিবীর যে প্রান্তেই যাইনা কেন আর কিছু আমাদের সাথে না নিলেও একটা জিনিস আমাদের সাথে নিতে ভুলিনা ; সেটা – আড্ডা। রেস্টুরেন্টে চায়ের কাপ নিয়ে আড্ডা , রাস্তার মোড়ে মোড়ে আড্ডা , দোকানের সামনে আড্ডা , খেলার মাঠে আড্ডা , উইকেন্ডে বন্ধুর বাসায় আড্ডা। বাঙালী যেখানে আড্ডা আছে সেখানে।
সৈয়দ মুজতবা আলীর বইতে পড়েছিলাম মিশরীয়রা নাকি অনেক আড্ডাবাজ। আমার মনে হয় বাঙালীরা মিশরীয়দের চাইতে পিছিয়ে নেই।
উদীচীর অনুষ্ঠান থেকে ফিরছিলাম , ৩৮০ বার্চমাউন্ট রোড। পাশের হলের প্রবেশ পথে দেখা হলো সৈয়দ আমিনুল ইসলাম ভাইয়ের সাথে। ওনার আমন্ত্রণেই নিচে গেলাম। “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতের আড্ডা ” – বেশ জমে উঠছে। টরোন্টোতে অফিসিয়ালি শীতের বিদায় হলেও – আজ শীতের সেই আমেজকে ধরে রাখার জন্যই এই আড্ডার আয়োজন।
বাঙালীর এই মিলন মেলা যেন একটা হৃদয়ের টান। সবাই ব্যাস্ত – কেউবা গল্পে কেউবা আড্ডায়। বাঙালির হৃদয়ের টান – সবাই যেন সবার আপন এই প্রবাস জীবনে।
শুভ কামনা রইলো অনুষ্ঠানের আয়োজকদের জন্য।