Water colors and Reflective cosmos!
জলরং এবং এই স্বয়ং তুমি!
♣♣♣♣♥♣♣♣♣
যখন দুজনে একা একা, অন্তর দূর আত্মা দুই আধাঁরে।
থাকো কি তুমি বনানী? হয়তো একপেশে আমি নিশ্চুপ আজিমপুরে।
ভালোবাসা কিম্বা কিছুক্ষণের আত্মহত্যার পরে,
ভুলে গিয়ে থাকলে পাসওয়ার্ড বা বানান, চোখাচোখি হবে ওয়ার্ড অথবা কেবিনে,
আবার মাঝ পথে, বটমূলে কোন এক বসন্ত অতীত প্রান্তে, আমাদের নিশ্চিতপুরে দ্যাখা হবে!

রমনা অথবা পলাশী, যেথায়ই হোক আমাদের সিদ্ধি সন্ধি,
চারুকলার এই পুকুরপাড়, ঘন সবুজে আজ শ্রাবনে বৃষ্টিবন্দী,
এ শুধু আমার গানে, তুমি প্রাণ দিও, দিও সুর অবসাদের আকাশে,
সরবে না হোক; নিরব বারান্দায় মনে মনে;
সন্ধ্যাবাতি জ্বালানোর ঠিক আগে অন্তত একবার শুনি।
জলরং যাহোক, এই এচিংয়ের কাজ যে তুমি, স্বয়ং তুমি!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন