নরওয়ে থেকে :-
তোমাকেই ভালবাসিয়া দেবী করিয়াছি মাল্যদান,
তবে কেন দেবী তোমার আজিকে এই রূঢ় আচরণ?
অসলো থেকে নুপুর এনেছি, এনেছি জামদানি শাড়ী
মিষ্টি মন্ডা ফুলের ডালাও পাঠিয়েছি তোমার বাড়ী !
আকূল হৃদয়, এ নবযৌবন, দিশেহারা মনপ্রাণ !
তবুও কেন ক্ষনে ক্ষনে দেবী করে যাও অভিমান ।
মালয় থেকে ঝিনুক এনেছি তোমায় পরাবো বলে –
কথায় কথায় অভিমানী হলে ভালোবাসা কি আর চলে?
সিন্ধু থেকে বিন্ধু বিন্ধু উড়িষ্যা মেঘালয়,
স্বর্গীয় এ প্রেম অমর রবে-হবেনাতো তার ক্ষয়।