প্রভুর কাছে চলবে নাকো
কোন রকম ছল,
হৃদয় ভাঙার হিসেব তিনি
রাখেন অবিচল।
একটি হৃদয় ভাংগলে কেউ
ঝরলে চোখের জল,
সকল ছুতো, ছল-চাতুরির
রাখেন জমা ‘ফল’।
ইচ্ছে করে কাউকে দিলে
দুঃখ জগদ্দল,
যতই সে জন রয়না কেন
সুখেতে স্চ্ছল,
এক সকালে দেখবে জীবনঃ
স্তব্দ, হলাহল,
চোখের জলের প্রায়শ্চিত্তে
অশ্রু প্লাবন, ঢল।