এমন নববর্ষ দেখেনি কেউ,দেখিনি আমরা,দেখেনি বিশ্ব;
মানবতা অসহায়, শক্তিশালী মানুষেরা হয়ে গেছে নিঃস্ব।
চিরদিন থাকবে না এই অচেনা করোনাকাল,
একদিন কেটে যাবেই যাবে এই দুঃখের কাল।
দেখা হবে সেদিন, দেখা হবে জীবাণুমুক্ত বাংলায়,
বেঁচে আছি আজও সে দিনের আশার আশায়।
আমি তুমি যদিও না থাকি
সেতো বাঁচবে বটে,
এই তরী ভাসতে ভাসতে
ফিরবেই একদিন ঘাটে।
দুঃখের কাল বড় হয় কষ্টের হয়
সেতো সকলেরই জানা,
ধৈর্য ছাড়া আর কী আছে? মোদের
চাইতে হবে পানা।
চেষ্টা ছাড়া তকদীরে নাই এ কথাই
বলেছেন স্রস্টা,
তা-ই লেখা পাক কালামে-
লাইসা লিল ইনসানে ইল্লা মাসাআ।
*** ডক্টর মুহম্মদ আব্দুস সামাদ সিকদার, কবি-প্রাবন্ধিক ও গবেষক। অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। মহান স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা, বাংলা একাডেমীর জীবন সদস্য ও অবসর সমিতির আজীবন সদস্য। প্রকাশিত গ্রন্থসংখা ১৩।।
০১ বৈশাখ ১৪২৭ বাংলা,১৪ এপ্রিল ২০২০ খ্রীঃ,
রুপায়ন টাউন, সন্ধ্যা ০৬ঃ৩০।।