যে রূপেই সাজুক বসন্ত, পলাশ-কৃষ্ণচূঁড়ার নোলকে-পালকে…
মনপুরার জলজ ভূমিতে সে এখন কেবলই এক বিলাসী বৈরাগ্যের বেশ!
আমাদের কিছু কিছু অপারগতার সঠিক কোনো ব্যাখ্যা হয় না কোনোদিন
তবু ভাবি হেরে যাই নি আমি
যে ভুলের সুরভি টেনে স্মৃতির পাতা উল্টায় বেদুঈন বাতাস, তাতে আক্ষেপ যতোই থাকুক, কোনো পরাজয় তো থাকে না!
নাটাই বিহীন এক স্বপ্ন ঘুড়ির পেছনে ছুটে অদ্ভুত বেঁচে থাকে মোহান্ধ মানুষের জীবন
চাওয়া-পাওয়ার বিভেদ দেয়ালের এই খবরও রাখি না আমি বহুকাল হলো
কোনো এক কথিত দিনের ছায়ার মাঝে তবুও তো দেখি সেই মুখ, ভেসে উঠে হৃদয়ের ভাস্বর বন্দরে!
সারাদিনের অভিযান শেষে
গোধূলির মায়া মাখা সুদূর বলাকার পাখায়ও থাকে ঘরের টান
তুমি হয়তো শোনো নাই কোনোদিন কোনো সান্ধ্য পবনের বিরহী সানাই
যে আমায় নিত্য শুনিয়ে যায়
কে থাকে অহর্নিশ এই পরাণের মাঝে নিয়ে ঠাঁই!
প্রিয়তমার ওষ্ঠের শেষ অধ্যায়টা কখনো পড়া হয়নি আমার, হবেও না আর কোনোদিন
কালের স্রোতে চুমুক দিয়ে যদি হেমলকই না মেলে, তবে ভালোবাসা কেন!?
#কেবলই আত্মিক
______ © ফরিদ / জানুয়ারী ২৪, ২০২৩