ওগো আমার দিবস ওগো রজনী
তুমি নিত্য নৃত্যে যাও চলি
নব প্রভাতে নব সাজে কালো কেশে মুখ ঢাকি,
আপন নীড় ছাড়ি পিছন ফিরে ফিরে চাহি
পুরোনোকে দূরে ঠেলি নতুনেরই লাগি
পদদলি আমারই ভালোবাসার তরুলতা ছিঁড়ি।
তোমারেই আমি করিছিনু আপন শূন্য এ ধরায়
নিদ্রাহীন চোখে তারার আলোকে
নিয়েছিনু টানি বুকেরই মাঝায়,
হৃদয়ের দোয়ার খুলি ভালোবাসার সবি
গ্রহ নক্ষত্র শশী দিয়েছিনু আঁচল ভরি
অজানা সুরে মাতিয়া নিকড়াইয়া তরী।
ওগো তুমি ফিরে এসো মুগ্ধ নয়নে
চাহি-গো তোমায় সদাই মনের আলিঙ্গনে,
ভালোবাসার আদরে নিবিড় চুম্বনে
কর ব্যাকুল নামহারা ফাগুনের ফুলগন্ধে,
আজও আমি বরণডালা নিয়ে হাতে বরের সাজে
এসো ফিরে বাঁধন ছিঁড়ে নব ভালোবেসে।