কোথায় তোমার সুন্দর ভুল!
আজ সে আমার কোন বিষয় নয়,
ঐ চিপাচাপা গলির মোড়ে দাঁড়িয়ে একাকী বকুল,
নীড় প্রশান্তির উপকুল!
কোথায় তোমার সুন্দর ভুল!
সে আমার বিন্দুমাত্র কোনই সন্দেহ নয়,
তুমি ফুল, শুধুই এক সমুদ্র উপকূল!
তোমার দীর্ঘ নিঃশ্বাস, নিঃসরণ-
বনলতা’র ধূসরবর্নের নেমে যাওয়া গুচ্ছ গুচ্ছ চুল
আজ কেউ যে, মোনা লিসার অব্যক্ত হাসিরহস্যে অন্ধ ব্যাকূল!