এখন করোনাকাল।
আকাল দারুন আকাল,
আইসোলেশনের কাল।
লকডাউন আর সামাজিক দুরত্বের কাল।
মহামারী ও মন্বন্তরের কাল।
বিপন্ন মানবতা, বিপন্ন বিশ্ব।
লকডাউনে গরীবরাই হচ্ছে নিঃস্ব।
না রোজগার
না কামাই,
চোখে শুধু অশ্রু,
মরে মরে বেঁচে থাকা
হৃদয়ের আহাজারি
শুনে শুধু স্রস্টা।
কী হবে ভাই শেষটা?
চেনা মানুষ যায়না চেনা
মাস্ক রয়েছে মুখে,
বিশ্বব্যাপী ধুকছে মানুষ
আছে বড় দুঃখে।
এমন বিপদ দেখেনি কেউ,
দেখেনি মানুষ
দেখেনি বিশ্ব।
কেবল আমরাই দেখে গেলাম,
মহা বিপদের
মহা সংকেত,
মাস্কপড়া আইসোলেশনের নিদারুণ করোনাকাল।
বিশ্ব এখন টালমাটাল।
কবে কাটবে এই অনিশ্চিত দুঃখের কাল?
এই কী আপদ!
মুসিবত,
কঠিন মুসিবত!
কেউ জানে না
কখন আসে
কা’কে ধরে
কা’কে মারে
কা’কে রাখে
এমনই গজব!
ঘরের বাইরে যায় না মানুষ
আইন রয়েছে কঠোর,
গরীব মানুষ ক্ষুধার জ্বালায় ধুকছে অষ্টপ্রহর।
করোনা,
দোহাই তোমার যাও, বিশ্বথেকে একেবারে যাও চলে যাও।
প্রার্থনা আর চিকিৎসায়
জোট বেঁধেছে মানুষ।
আওয়াজ শোন কি করোনা ?
মানুষ মানুষ ভাই ভাই
করোনামুক্ত বিশ্ব চাই।
*** ডক্টর মুহম্মদ আব্দুস সামাদ সিকদার, কবি-প্রাবন্ধিক ও গবেষক। অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। মহান স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা। বাংলা একাডেমীর জীবন সদস্য ও অবসর সমিতির আজীবন সদস্য। প্রকাশিত গ্রন্থসংখা ১৩।।
রুপায়ন টাউন,
০৩ এপ্রিল ২০২০। সংশোধিত ০৫ এপ্রিল ২০২০।।