সম্পর্কের সমাপ্তির সম্ভাবনায়
আমি আজ রাত্রি হন্টক
প্যাসিফিক থেকে আটলান্টিক
বস্তাভরা লোভী বেড়ালটার মত
পাড়ি দেব হাজার মাইলের দুর্গম পথ- একলাই
একমুখি যাত্রা- গন্তব্য স্বর্গ।
প্রচন্ড ঝড়ে পর্বতের গুহার আশ্রয়ে
ক্ষুধা পেটে তোমার স্মৃতির সিনেমা মস্তিষ্কে।
ফিনকি ফোটা জোছনা রাতে
দীঘির পাড়ে পাকুড় গাছে
নক্ষত্রের মত বিশাল এক মানুষ
গাছের আঙুল জলে খেলে
হীরকখন্ড চাঁদের সহস্র প্রতিবিম্বে
মায়া আলোকে সম্মহিত কিশোরি
পিঠে লুটিয়ে পড়া দীর্ঘ বেণী
টেনে ধরে বলেছিলেন
যদি কোনওদিন আমার হোস
প্রতিদিন পুজো দেব তোকে
তাজা ফুলের প্রসাদ চড়িয়ে
তবেই তোকে ছোঁব।
দেবী তুই হবি আমার।
একটি ফুল দুটি ফুল
গুনতে গুনতে চারশ সাত
তারপর হঠাৎ শূণ্য ফুলে শূন্য প্রেম
সকল লাজের দুয়ার ভেঙে
চেয়েছিলাম প্রতিজ্ঞাবদ্ধ অধিকার
অবজ্ঞাভরে বলেছিলেন,
চাঁদের আলোয় করা প্রতিজ্ঞার
কি মূল্য থাকে অমাবশ্যার তিমিরে?
সেই থেকে হেঁটে চলেছি
বিচার দেব সমুদ্রের কাছে
স্বচ্ছ্ব কাঁচের মত নিষ্পাপ মন
ভাঙার অধিকার কি দেবতারও আছে?