২রা এপ্রিল ২০১৭ নবম বার্ষিক বিশ্ব অটিজম সচেতনতা দিবস । প্রতি বছর সারা বিশ্বের অটিজম সংগঠন গুলো এইদিনটি চাঁদা সংগ্রহ এবং সচেতনতা বৃদ্ধিকারী ঘটনার সঙ্গে বরণ করে নেন। এপ্রিল অটিজম সচেতনতা মাস হিসাবে জাতিসংঘ কর্তৃক অনুমোদিত হয়। অটিজম বান্ধব ঘটনা এবং শিক্ষা কার্যক্রম চলে পুরো মাস ধরে, অটিজমকে বোঝার এবং গ্রহণযোগ্য করার সমর্থনে হয় এই আয়োজন।
বিশ্বের নিম্ন উল্লোখিত বিল্ডিং / দর্শনীয় স্থান হাল্কা নীল আলোতে সজ্জিত হবে – ২রা এপ্রিল।
CN Tower
Niagara Falls
Empire State Building, NY
One World Trade Centre, NY
Madison Square Gardens, NY
Emirates Spinnaker Tower
Doha Tower
Burj Khalifa
Gillette Stadium, home of New England Patriots
Taipei 101
অটিজম স্পিক্স কানাডা নাথান ফিলিপস স্কয়ার টরোন্টোতে ৪ঠা জুন রোববার তাদের বার্ষিক ওয়াক (১-৩ কিলোমির ) আয়োজন করবে।
[asa]1515030504[/asa]
[asa]B010MLE9FI[/asa]