আগামী ২০নভেম্বর বিশ্ব শিশু দিবস। এই উপলক্ষে ২১ নভেম্বর Taylor Massey Summer Activity Group একটি ভার্চুয়াল আলোচলা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই Taylor Massey Summer Activity Group টি টরন্টো বাংলা স্কুলের একটি অঙ্গ সংগঠন।

আলোচনা অনুষ্ঠানের মূল বিষয় ” প্রবাসে বাংলা শেখার প্রয়োজনীতা “.আলোচনার মূল বক্তা দুজন হচ্ছেন : প্রফেসর সলিমুল্লাহ খান ,Director, Centre for Advanced Theory, University of Liberal Arts, Bangladesh এবং ডঃ আবুল হোসেন , Project Director, Ministry of Women and Child Affairs, Bangladesh. আর উপস্থাপনা আর পরিচালনায় আছেন নিউ ইয়র্কের TBN24 টেলিভিশনের Chief News Editor and Presenter in Chief জনাব নুপুর ভৌমিক।

শনিবার ২১ নভেম্বর টরন্টো সময় সকাল ১১টায় Zoom আর মাধ্যমে অনুষ্টানটি শুরু হবে। আলোচনা অনুষ্টানের শেষ পর্বে থাকছে প্রশ্নোত্তর পর্ব। আগ্রহী অভিভাবক ও শিশু কিশোররা সরাসরি আলোচনা অনুষ্টানে অংশগ্রহণ করতে পারবে। এ জন্য কোনো পূর্ব নিবন্ধনের প্রয়োজন নাই।
Zoom লিংক -https://us02web.zoom.us/j/84540312417
Meeting ID: 845 4031 2417
Password: 367220

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন