নরওয়ে থেকে:-
আমার এক বান্দবী আছে , যার নাম ইদা গ্রদ্রুম (Ida Gudrøm ) । বয়স মাত্র ২৩ ও যখন ১৯ বৎসরের ছিলো তখন আমি যেখানে কাজ করতাম তার পাশের একটা রেস্তরাতে ও কাজ করত। প্রায় এক বৎসর হয় ক্রিস্টিয়ানস্যান্ড থেকে মান্দাল শহরে বসবাসের জন্য চলে আসি. তবে ক্রিস্টিয়ানস্যান্ড যেহেতো বেশি দূরে নয় ও আমার মেয়ে যেহেতো ক্রিস্টিয়ানস্যান্ড থাকে তাই আমাকে প্রায়ই ক্রিস্টিয়ানস্যান্ড যেতে হয় । নরওয়েতে যখন প্রথম আসি , প্রায় তিন বৎসর নরওয়েজিয়ান পলিটিক্স এর সাথে যুক্ত ছিলাম , তাই ক্রিস্টিয়ানস্যাণ্ডের ছোট বড়ো প্রায় সব পলিটিশিয়ানদের সাথে আমার পরিচিতি আছে । Ida বর্তমান সরকারি দলীয় একজন তরুণ পলিটিশিয়ান, তবে Ida তার নিজস্সো প্রতিভা দিয়ে ৩- ৪ বত্সরে ক্রিস্টিয়ানস্যাণ্ডের তথা পুরো নরওয়ের মাঝে এমন একটা স্থান করে নিয়েছে যা সত্যি অতুলনীয় । ওর সাথে যখন প্রথম পরিচয় হয় সেদিনই বুঝতে পেরেছিলাম ও অনেক দূরে এগিয়ে যাবে এবং হয়েছেও তাই, বর্তমানে সিটিকর্পোরেশনে ও তার অঞ্চল Songdalen এ তার দল এর প্রধান প্রতিনিধি এবং ক্রিস্টিয়ানস্যান্ড সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। প্রায় প্রতি মাসেই নরওয়েজিয়ান পার্লামেন্টে ও ওঁদের পার্টি অফিসে ওর ডাক পড়ে । স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রায় সময় ওর ছবি দেখা যায়। নগর ও সামাজিক উন্নয়নে ওর পরিকল্পনা ও উদ্যোগ সবার নজর কেড়েছে । সাউথ নরওয়ের পলিটিক্সে ও যেরকম এগিয়ে যাচ্ছে তাতে এটা প্রায় নিশ্চিত আগামীতে ক্রিস্টিয়ানস্যাণ্ডের মতো বড় শহরের মেয়র কিংবা তার চেয়েও বড় কোনো কিছু হতে যাচ্ছে Ida Grudrøm । প্রায় দুই বৎসর আগে পড়ালেখা, কাজ ও পলিটিক্সের চাপঃ একসাথে নিতে না পেরে খুবই বিদ্ধস্থ ছিল Ida । আমি ওকে পলিটিক্সটা চালিয়ে যাবার জন্য অনুরোধ করেছিলাম । আজ ও ওর কর্ম প্রতিভা দিয়ে সফল,, তবে কোনো অনুষ্ঠানে ও আমাকে দেখলেই, জড়িয়ে ধরে বলে হে বন্ধু কি খবর, কেমন আছিস বল ??,, ২৩ বৎসর বয়েসে বেশিরভাগ নরওয়েজিয়ান মেয়েরা যেখানে পার্টি , ড্রিংকস আমেজ ফুর্তি নিয়ে মশগুল, Ida সেখানে ব্যক্তি জীবনে অনেক সম্মানিত আসনে আসীন। নরওয়েজিয়ান পলিটিক্সের আকাশে ও এক উজ্জল নক্ষত্রের নাম । আমি ওর উত্তর উত্তর সাফল্য কামনা করি ।
আপনার যদি কোনো কিছুতে প্রতিভা থেকে থাকে তবে সে কাজটা মনোযোগ দিয়ে করতে থাকেন,, দেখবেন একদিন সাফল্য আপনার দরজায় এসে হাতছানি দিয়ে ডাকছে ।
সবার প্রতি শুভেচ্ছা । যে যেখানেই আছেন ভালো থাকবেন ।