বাংলাদেশে সরকারি বেসরকারি বা ছোট বড়ো যে অফিসই হোক না কেন (অধিকাংশক্ষেত্রেই ) দেখা যায় অফিসের বিল্ডিঙের অবস্থা বা অন্নান্ন আসবাবপত্রের অবস্থা যাই হোক না কেন বসের চেয়ারটা কিন্তু যুৎসই। তবে একটি বিরক্তিকর বিষয় হলো চেয়ারটা যত সুন্দরীই হোক না কেন সেটা কি বা কোন কারণে একটি টাওয়েল দিয়ে ঢেকে রাখে সবাই তা জানি না। মাঝে মাঝে সেই টাওয়েলটির উপর ধুলাবালি পড়ে কুৎসিস দেখায়। আরে বাবা এতো টাকা দিয়ে যদি একটি চেয়ারই কিনিস তাহলে সেটা আমাদের দেখতে দে আর তাতে অফিসের সৌন্ধর্যও বাড়ে। নাকি উক্ত বয়সের অনবরত ইইইইইই করতে থাকেন!!!!! যেটা continiously মুছতে হয়।
আমি এখানে যে কয়টি অফিসে চাকরি করেছি সেখানকার বসের চেয়ারের সাথে অন্যান্ন স্টাফদের চেয়ারের কোনো তফাৎ নেই, তবে হা যাদের অনবরত বসে থাকার কাজ তাদের জন্য হয়ত বসের বা আমাদের থেকে একটু বেশি আরামদায়ক চেয়ার থাকে।
মাফ করবেন মন্তব্যের জন্য, তবে ওই টাওয়েল দিয়ে মোড়া চেয়ার যত দামি আর সুন্দরীই হোক না কেন, দেখতে বেশ বিরক্তিকর লাগে।
এবার গিয়ে আমার ২/১ বন্ধুর অফিসে শুধু বলেই ক্ষান্ত দেয় নি, টেনে ফেলেও দিয়েছি !
কি আর করা, এক এক দেশের এক এক রুচি আর এক এক কান্ড !!!!