অজানা এক ক্রোধ । নিস্তব্ধ কালো রাত । ছোট্ট একটা তরী । উদ্দেশ্যহীন বেয়ে চলা । না, আর ফিরবে না । একবারও পিছু ফিরে তাকাবে না ।পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই । শুকতারাটাও মেঘে ঢেকে গেছে । হারিয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছা । যুক্তিহীন ক্লান্তিহীন ।
রাত পেরিয়ে ভোর হয় । তন্দ্রাচ্ছন্ন ক্লান্ত দুচোখ । আঁধার ফুঁড়ে জাগে প্রভাতের আলো । চোখে রাতজাগা যন্ত্রণা ।
অবাক হয়ে তাকিয়ে আছে সে । এ তো সেই খেয়াঘাট !! যেখান থেকে সে শুধু করেছিলো । সারাটা রাত তরী বেয়েছে, হারিয়ে যেতে চেয়েছে চেনা পৃথিবী থেকে ।
কিন্তু নোঙরটাই তো তোলা হয় নি !!!
চাইলেই কি হারিয়ে যাওয়া যায় ? অদৃশ্য এক মায়ার টানে, অবচেতন মন নোঙর তুলতে ভুলে যায় । সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা আর ভালোবাসার ভুলভাল খেলা, এই তো জীবনের মিলন মেলা ।
যেতে চায় এ মন, অজানায় হারাতে চায় ।
তবুও,,, নোঙর তোলা হয় না,
নোঙর তোলা যায় না ।।।