নরওয়ে থেকে:-
আপনি যদি খারাপ হয়ে থাকেন, তবে সবার সামনে যতই ভালো মানুষের অভিনয় করেন না কেন পরোক্ষে মানুষ আপনাকে খারাপ বলবেই বলবে। আর যদি ভালো করে থাকেন , পরোক্ষে আপনার শত্রুও আপনার গুণগান গাইবে। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের মতো কাজ করতে হয়,সমাজের আর সকল মানুষের মনে ভালো মানুষ হিসেবে জায়গা করে নিতে হয়। সমাজে সম্মানিত হয়ে বেঁচে থাকতে হলে ভালো মানুষ হবার কোনো বিকল্প নাই। আর যারা মুখুশ পরে ভালো মানুষ সেজে আছেন তারা নিজেরাও হয়তোবা জানেন, নিজে নিজেকে যতই জাহির করতে চান না কেন সমাজের আর সবার কাছে আপনাদের কোনো মূল্যায়ন নাই। আর মুল্ল্যায়নহীন মানব জীবন সত্যি বিভীষিকাময়। যাপিত ৩৪ বৎসরের জীবনে অনেক কষ্ট করেছি, খাদের শেষ সীমা থেকে বেঁচে উঠে এসেছি,, বারে বারে সংগ্রাম করেছি, শুন্য পকেটে হেঁটেছি হাজার সহস্র মাইল পথ, তবুও মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার,, সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার ছেড়ে দেইনি। শত দুঃখ কষ্ট ও কটাক্ষেও নিজের মনুষত্বকে বিকিয়ে দেইনি। যেটা পারিনা, যে বিষয়ে আমার যুগ্যতা ও অভিজ্ঞতা নাই তা নিয়ে কোনোদিনও মেকি অহমিকা করিনি। যা পারি তা বলতেও কোনোদিন ধিদা করিনি। তবুও মনের ভিতরে লালিত স্বপ্ন ও বিশ্বাসকে হারিয়ে যেতে বা মরে যেতে দেইনি ।
যত অভাব অনটনে থাকিনা কেন,, বিশ্বাস রাখি আমার স্বপ্নরা আমাকে বাকি জীবনে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে,, মুখশধারী হয়ে নয়, সত্যিকার একজন মানুষ হয়ে সমাজের আর সবার মাঝে বেঁচে থাকতে দেবে।