এখন আমার উস্ক খুস্ক জীবনে দিব্যি দিন কাটাই, কখনও বা চিলেকোঠায়, কখনও সিঁড়ির ঐ কোনাটায়, কখনও বা ছাদের চাতালের, কখনও বা রাস্তায়, কখনও বা রেলিং এ, কখনও বা দিগন্ত জোড়া মাঠে, কখনও বা ফুটপাতের চটপটিয়ালার দোকানের পাশে, কখনও আবার কবরস্থান এ,
কখনও বা শশ্মাণ ঘাটের পোড়ার গন্ধে মাতাল, কখনও বা মসজিদে , আবার কখনও সখনো মন্দির এ। দিব্যি কাটে এ ফানুশের মতন এপাশ ওপাশ উড়ছে রঙহীন উর্ধশ্বাসে….. আমি দেখছি জীবনকে, আর জীবন দেখছে আমাকে। মরন দেখছে বিশ্বাস কে, আর বিশ্বাস দেখছে ঈগলের চোখ দিয়ে….কি কুৎসিত বিভৎস জীবন্ত লাশের স্তুপ কে… এ হলো এক বাউন্ডলেপনা,,,,
দিব্যি দিন কাটাই শুধু সশঙ্কিত এ মন কখন উচ্ছাসটুকু হারাই…. কি বিচিত্র এই পৃথিবী তাই না… কি চায় আর কি চায় না, কি পায় আর কি হারায়, কি আশা করে আর কিসে নিরাশ হয়, কি ভাবে বা হঠাৎই হতাশ হয়… যা পায় তা চায় না, যা চায় তা পায় না। আর যা হঠাৎ পায় তাকে ধরে কচুরিপানা…. ????®
নীলিকা নীলাচল ***