হ্যালিফ্যাক্স থেকে:-

আমরা একজন মানুষের চরিত্র হনন করার চেষ্টা করি একটি বিশেষ বা খুব সংকীর্ণ অর্থে তাই না ?  অর্থাৎ তিনি যখন কোন অবৈধ বা সমাজ নির্ধারিত রীতির বাইরের কোন সম্পর্কে জড়িয়ে পড়েন।   কিন্তু  মুদ্রার অপর পিঠে একটি দল নিয়মিত অনাচার করছেন আর নির্বোধ , মিথ্যাবাদী , নির্যাতনকারী   আপোষকারী এই সকল আভিধানিক শব্দের আশ্রয়ে    তুলনামূলক ভাবে তথাকথিত আরামদায়ক ও শান্তিপূর্ণ অবস্থানে আছেন । জেগে ঘুমানোর এই নির্বোধ চক্রে আমরা আর কতটুকু তলিয়ে যাবো ?

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমার কয়েকটি অতি সাধারণ প্রশ্ন হলো এরকম ;

-যিনি ঘুষ খান তিনি কি চরিত্রহীন নন?
-যিনি মিথ্যাচার করেন তিনি কি চরিত্রহীন নন ?
-যিনি নিয়মিত নারী ও শিশুদের প্রতি নানা মাত্রার বিদ্বেষ বাণী ছড়িয়ে অপমান করছেন তিনি কি চরিত্রহীন নন ?
-যিনি প্রতি মুহূর্তে গোঁড়ামী /ভণ্ডামির ,অপব্যাখ্যার সাথে আপোষ করছেন তিনি কি চরিত্র হীন নন ?
-যিনি বন্ধুর বা কাছের মানুষের গোপনীয়তা,বিশ্বাসের অমর্যাদা করছেন হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তিনি কি চরিত্রহীন নন ?
-যিনি ভালো মানুষের মুখোশ পরে খুব মহান বাণী দিচ্ছেন তবে অন্তরালের সবচাইতে কাছের মানুষটিকে ক্ষতি করার ঘৃণ্য দুরভিসন্ধিতে রত তিনি কি চরিত্রহীন নন ?

-যিনি অপরাধী জেনেও অন্যের অন্যায় প্রয়াসে বাহবা দিচ্ছেন অথবা নিজেই সংযুক্ত হচ্ছেন তিনি কি চরিত্রহীন নন ?

 

পূর্ববর্তী নিবন্ধনরওয়ের ম্যান্ডাল শহর থেকে…
পরবর্তী নিবন্ধ‘কি জানি কিসের লাগি প্রান করে হায় হায়’
ফারজানা নাজ শম্পা
কানাডার বৃটিশ কলোম্বিয়ায় স্বপরিবারে বসবাসরত ফারজানা নাজ শম্পা একজন লেখক , সংবাদ প্রতিনিধি ও অনুবাদক l নব্বই এর দশক হতে লেখালিখির সাথে সম্পৃক্ত ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ও নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় নোরাড ফেলোশীপ নিয়ে 'জেন্ডার উন্নয়ন ‘বিষয়ে এম ফিল সমাপ্ত করেন ।কর্মসূত্রে তিনি বাংলাদেশের 'দি ডেইলি ইনডিপেন্ডেন্ট ' এ সাংবাদিক ও ফিচার লেখক হিসেবে ও পরবর্তী তে নেদারল্যান্ডসের একটি গবেষনা প্রতিষ্ঠানের সহায়তা পুস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের " উইমেন ও জেন্ডার স্টাডিজ" বিভাগের একটি প্রজেক্ট অফিসিয়ালের দায়িত্বে কিছুদিন কর্মরত ছিলেন l যুগান্তর , কানাডার জনপ্রিয় পরবাসী ব্লগ , ঢাকা প্রকাশ , ভারতের র কয়েকটি অনলাইন পত্রিকায় নিয়মিত ভাবে তার লেখা প্রকাশিত হচ্ছে । ফারজানা টরেন্টোর কানাডিয়ান বাংলাদেশি নিউজ সি বি এন ২৪ এর সাথে একজন উপদেষ্টা সংবাদ প্রতিনিধি ও নিয়মিত লেখক হিসেবে সংযুক্ত আছেন । ফারজানা বর্তমানে উত্তর আমেরিকা প্রথম আলোর কানাডার আটলান্টিক সংবাদ প্রতিনিধি হিসেবে সম্পৃক্ত আছেন l তিনি সাংবাদিকতার পাশাপাশি কানাডার সাহিত্যের সাথে বাংলা সাহিত্য ও সংষ্কৃতির মেলবন্ধন স্থাপন করে দুটি দেশের লেখক ও পাঠক সমাজে ভাষাগত পরিচয় ও সাংষ্কৃতিক ভাব বিনিময়ের সুদৃঢ় ভিত্তি স্থাপনের প্রত্যয় নিয়ে তিনি বর্তমানে কানাডার মূল ধারার কয়েকজন লেখকদের বিশেষ সম্মতিক্রমে তাঁদের সাহিত্য কর্ম অনুবাদের প্রয়াস নিয়েছেন l সম্প্রতি কানাডার জনপ্রিয় কথা সাহিত্যিক ব্রুস মাযারের নির্বাচিত কবিতার সমন্বয়ে বাংলা দেশের আরো প্রকাশনী হতে তার প্রথম ভাবানুবাদ গ্রন্থ প্রকাশ পেয়েছে ,যা ২০২২ সালের অমর একুশের বই মেলায় যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে l কানাডার সাহিত্য ইতিহাসের পাশাপাশি তিনি বাংলাদশের মহান মুক্তিযুদ্ধ ,যুদ্ধশিশু ও মহিয়সী বীরাঙ্গনা নারীর জীবন, আত্মত্যাগ ইত্যাদি বিষয়ে তাঁর লেখা ও গবেষণার ক্ষেত্রকে বিস্তৃত করেছেন l তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়টি , একটি বই এর নুতন সংস্করণ জার্মানির একটি প্রকাশনা হতে প্রাকাশিত হয়েছে l

১ মন্তব্য

  1. পারবাসীতে আপনার আগমন শুভ হোক।
    আপনার প্রথম লেখার জন্য ধন্যবাদ। আশা করি ব্লগে নিয়ামত লিখে যাবেন।
    ভালো থাকুন ….

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন